Woman Pleading

আমেরিকায় পুলিশের সামনে কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় মহিলা, ছড়ালো ভিডিও

আন্তর্জাতিক

দোকান থেকে চুরির দায়ে আটক করেছে আমেরিকার পুলিশ। কর্তব্যরত অফিসারের কাছে কান্নায় ভেঙে পড়েছেন মহিলা। আর্তির সেই ভিডিও ইন্টারনেটে আসতেই তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।
ঘটনাটি কোথায় বা কখন ঘটেছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। ভিডিওটিতে দেখা যায় মহিলা বারবার ক্ষমা প্রার্থনা করে বলেন তিনি জিনিসটির দাম দিতে ভুলে গেছেন। কিন্তু কর্তব্যরত অফিসার তাঁকে জানান, তিনি ওই মহিলাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবেন তারপর কিছু নিয়মকানুনের পালন করেই তাকে ছেড়ে দেওয়া হবে। এরপরেই ওই মহিলা কান্নায় ভেঙে পড়েন। মহিলা তাঁর স্বামীকে ফোন করার অনুরোধ করলেও ওই অফিসার অনুমতি দিতে অস্বীকার করেন।
ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা দুটি দলে বিভক্ত হয়ে পড়েন। কেউ কেউ ওই মহিলার সমালোচনা করে বলেন, "এদের জন্যই প্রবাসে ভারতীয়দের বদনাম হয়।" তবে সমালোচনার পাশাপাশি অনেকেই তাঁকে সমবেদনাও জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment