Virat kohli century

‘বিরাট’ রেকর্ড ছুঁলো শচিনের

খেলা

ফের চেনা ছন্দে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি।  বছরের প্রথম ইনিংস খেলতে নেমেই মাঠে বিরাট ম্যাজিক। এদিন দুর্দান্ত শতরান হাঁকিয়ে শচিনের রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে ম্যাচে (IND vs SL 1st ODI) মাত্র ৮০ বলে নিজের কেরিয়ারের অন্যতম সেরা সেঞ্চুরিটি করলেন। ৪৫তম ওয়ান ডে’তে ৮৭ বলে ১১৩ রান করেন। দর্শকভরা স্টেডিয়ামে ৫০ (50 over) ওভারে শ্রীলঙ্কার সামনে ৩৭৪(374) রানের পাহার খাঁড়া করেন কোহলি। 


ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় দল। কোহলির মতো ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও চলতি বছরে তার প্রথম ইনিংস খেলতে নেমেছিলেন। শুভমন গিলের (Shuvaman Gill) সঙ্গে ওপেনিংয়ে জুটি বেঁধে নামে ভারতীয় দলের 'হিটম্যান'। গিল ও রোহিতের ওপেনিং পার্টনারশিপে ভারতের স্কোরবোর্ডে ১৪৩ (143)রান যোগ করে। শুভমন সাজঘরে ফিরে যঅওয়ার পরে ব্যাটে হাতে কার্যত ক্রিজে ঝড় তোলেন বিরাট। নিজের অন্যতম সেরাটা দিয়ে শ্রীলঙ্কার (SriLanka)বিরুদ্ধে ওয়ানডে’তে দুর্দান্ত রেকর্ড গড়লেন বিরাট।

Comments :0

Login to leave a comment