MaduraI Party Congress

পার্টি কংগ্রেস: তামিলনাডুর জেলায় জেলায় কুচকাওয়াজের মহড়া

জাতীয়

মাদুরাইয়ে কুচকাওয়াজের মহড়া। চলছে সিপিআই(এম) ২৪তম পার্টি কংগ্রেসের প্রস্তুতি। ছবি: মনোজ প্রসাদ

এস পি রাজেন্দ্রন: মাদুরাই

কুচকাওয়াজের মহড়া চলছে তামিলনাডুর বিভিন্ন জায়গায়। সিপিআই(এম) ২৪তম পার্টি কংগ্রেসে কুচকাওয়াজ করবেন রেড ভলান্টিয়াররা। ড্রামের তালে তালে পা মেলানোর অভ্যাসে সড়গড় করে নিচ্ছেন নিজেদের।
তামিলনাডুর মাদুরাইয়ে হচ্ছে এবারের পার্টি কংগ্রেস। ২-৬ এপ্রিল পার্টি কংগ্রেসকে কেন্দ্র করে মাদুরাইয়ের নামকরণ হয়েছে  পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে। ১ এপ্রিল থেকেই একের পর এক কর্মসূচি চলবে এই শহরে। 
মাদুরাইয়ে ৬ এপ্রিল হবে জনসমাবেশ। সেদিন প্রায় ২৫ হাজার স্বেচ্ছাসেবক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে কুচকাওয়াজে অংশ নেবেন। 
২৩ মার্চ, ভগৎ সিং-রাজগুরু-সুকদেবের ফাঁসির দিনে কুচকাওয়াজ হয়েছে বিভিন্ন জেলায়। মাদুরাই লাগোয়া অঞ্চলে কুচকাওয়াজের এই মহড়ার উদ্বোধন করেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য কে বালকৃষ্ণন।
অভ্যর্থনা কমিটির সম্পাদক এস বেঙ্কটেশন উদ্বোধন করেন মাদুরাই শহরের কুচকাওয়াজ। কাঞ্চিপুরমে উদ্বোধন করেন রাজ্য সম্পাদক পি সন্মুগম। আরও বিভিন্ন জেলায় রাজ্য কমিটির সদস্যরা উদ্বোধন করেন মহড়ার। মহড়া চলেছে চেন্নাইয়েও। 

Comments :0

Login to leave a comment