DA

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে শিলিগুড়িতেও কর্মবিরতি সরকারি কর্মচারীদের

জেলা

DA


রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে এবার কর্মবিরতিতে শামিল হলেন শিলিগুড়ির রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকারা। শিলিগুড়ি আদালতের সরকারি কর্মচারীরাও যোগ দেন আন্দোলনে। 

এদিন রাজ্যজুড়ে পালিত হয়েছে এই কর্মসূচি। শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকারা সপ্তাহের প্রথমদিন সোমবার স্কুলে এসেই কর্মবিরতিতে যোগ দিলেন। সমস্ত শিক্ষিকারা একযোগে পেনডাউন কর্মসূচিতে সামিল হয়েছিলেন। ফলে এদিন বিদ্যালয়ে পঠনপাঠন সম্পূর্নভাবে বন্ধ ছিলো। সরকারী এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাদানের সাথে যুক্ত শিক্ষিকারা জানালেন, ডিএ তাদের ন্যায্য পাওনা। কোনভাবেই তাদের এই নৈতিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এদিন স্কুলের পড়ুয়াদের প্রথম ক্লাস নেবার পরেই বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকারা ঐক্যবদ্ধভাবে পেনডাউন কর্মসূচী শুরু করেন। দ্রুত তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা না হলে আগামী দিনে ডিএ-র দাবিতে আরোও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে আন্দোলনরত শিক্ষিকারা জানান। 


যদিও স্কুলের প্রধান শিক্ষিকা অত্যুয়া বাগচীর বক্তব্য শিক্ষিকাদের পেনডাউনের এই কর্মসূচি তার জানা ছিলো না। সপ্তাহের প্রথম দিনে স্কুলের সমস্ত শ্রেণির পড়ুয়াদের নিয়েই শিক্ষিকারা প্রথম ক্লাসে যোগ দিয়েছিলেন। আচমকাই দ্বিতীয় ক্লাসের সময় এই পেনডাউন কর্মসূচিতে সামিল হন সকল শিক্ষিকারা। প্রতিদিনের মতো পঠনপাঠনের ধারাবাহিকতা নেই। সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষিকাদের কর্মবিরতির জেরে যে স্কুলের পড়াশুনার সুষ্ঠু পরিষেবা বিঘ্নিত হয়েছে তা কার্যত মেনে নিয়েছেন প্রধান শিক্ষিকা। ফলে সরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ে এদিন পড়াশুনার ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয়। 


শুধু সরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারাই নন, এদিন হকের দাবি অর্থাৎ বকেয়া মহার্ঘ্যভাতার দাবিতে শিলিগুড়ি আদালতেও সরকারী কর্মচারীরাও ঐক্যবদ্ধভাবে কর্মবিরতিতে অংশ নিয়েছেন। রাজ্যব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন শিলিগুড়ি আদালতেও কর্মবিরতিতে অংশ নিয়ে বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে রাজ্য সরকারের উদাসীনতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। একদিনের এই কর্মবিরতির জেরে এদিন শিলিগুড়ি আদালতেও কাজকর্ম শিকেয় ওঠে। অবিলম্বে বকেয়া মহার্ঘ্যভাতা প্রদানের ক্ষেত্রে উদ্যোগ নেওয়া না পর্যন্ত পরবর্তীতে ধারাবাহিক আন্দোলন চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে এদিন সারা রাজ্যে কর্মবিরতি হয় সরকারি কর্মচারীদের। 
 

Comments :0

Login to leave a comment