Dinhata

চাকরি দেওয়ার নাম করে ধর্ষণ, অভিযুক্ত উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

রাজ্য জেলা

উদয়ন গুহ‘র সাথে অভিযুক্ত তৃণমূল নেতা। ছবি : অমিত কুমার দেব।

জয়ন্ত সাহা

 

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ দিনহাটা -১ ব্লকের বড়আটিয়া বাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের তৃনমুল অঞ্চল সভাপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে উঠলো ধর্ষণের অভিযোগ। জানা যাচ্ছে দিনহাটা থানা এলাকায় এক গৃহবধূকে চাকরি দেওয়ার নাম করে ৫ লক্ষ টাকা নেয় সে। চাকরি না দেওয়ায় টাকা ফেরত চাইতেই গত ১৪ মার্চ ইন্টারভিউ দেওয়ানোর নাম করে গাড়িতে তুলে নিয়ে ফাঁকা বাড়িতে ধর্ষণ এবং কাঁচের বোতল দিয়ে মাথায় আঘাত করে। গতকাল থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। 
মন্ত্রী ঘনিষ্ঠ মান্নের বিরুদ্ধে এই অভিযোগের তদন্ত ও গ্রেপ্তারের দাবি তুলে মঙ্গলবার সিপিআই(এম) নেতা শুভ্রালোক দাস বলেন, চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ আগে থেকেই ছিল মন্ত্রী ঘনিষ্ট মান্নের বিরুদ্ধে। বিধানসভার উপনির্বাচনে উদয়ন গুহকে জেতাতে এবং গত পঞ্চায়েত ভোটে বুথের পর বুথ দখলে মান্নে এবং তার সঙ্গীদের প্রত্যক্ষ ভূমিকা ছিল। এছাড়াও হুমকি,  জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে ঝুড়িপাড়ার বাসিন্দা এই ব্যক্তির বিরুদ্ধে।
চাকরির জন্য ৫ লক্ষ টাকা দিয়ে প্রতারিত এবং ধর্ষণের শিকার হওয়া ওই গৃহবধূ থানায় যে লিখিত অভিযোগ করেছেন,  তাতে স্পষ্ট উল্লেখ করেছেন,  বছর দুয়েক আগে তাকে প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নাম করে নগদে ৫ লক্ষ টাকা নেয়। দু বছর হয়ে গেলেও চাকরি না পাওয়ায় টাকা ফেরতের জন্য চাপ দিতে তৃণমূল নেতা জানায় তার ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছেন। তার কথা মত গত ১৪ মার্চ গাড়িতে নিয়ে রওনা দেয় তৃণমূল নেতা।
বেশ কিছুক্ষণ পর একটি ঝুড়িপাড়া কার্গিল মোড়ের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় তাকে। সেখানেই ধর্ষণের শিকার হন তিনি। 
রাতে শারিরীক অবস্থার অবনতি হলে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাবার পরেও অভিযুক্ত নির্যাতীতার পরিাবরের লোকেদের হুমকি দেয় থানায় অভিযোগ না জানানোর। কিন্তু পরিবার থানায় অভিযোগ জানায়। 
এদিকে দিনহাটা থানার পুলিশ অভিযুক্তকে সোমবার রাত দুটো নাগাদ থানায় তুলে নিয়ে এলেও ভোর রাতে থানা ছেড়ে দেয়। সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সকালে দিনহাটা থানার পুলিশ ফের তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

Comments :0

Login to leave a comment