ZOOM lay off

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে জুম

আন্তর্জাতিক

ইনফোসিস, টুইটারের পর জুম। কর্মী ছাঁটাইয়ের পথে ফের আরও এক সংস্থা। সূত্রের খবর ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে জুম। তবে সংস্থার পক্ষ থেকে কর্মীদের জানানো হয়েছে যে, যাদের ছাঁটাই করা হবে তাদের অর্থীক সহায়তা করবে সংস্থা। 

করোনা অতিমারীর সময় বাড়িতে বসে কাজ করার কারণে জুমের চাহিদা বাড়ে। অনলাইনে মিটিং থেকে অনলাইন ক্লাসের কারণে বিশ্ব জুড়ে বিপুল চাহিদা বাড়ে জুমের। সেই সময় বাকি অনলাইন সংস্থা গুলোর মতো বিপুল নিয়োগ করে জুম। 

কিন্তু এখন জুম কর্তৃপক্ষের দাবি চাহিদা কমার কারণে এবং ব্যবসা কমার জন্য তারা ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার পক্ষ থেকে এরিক উয়ান জানিয়েছেন চলতি বছর কর্মীদের বেতন কমার সম্ভাবনাও রয়েছে।

উল্লেখ্য বিশ্ব জুড়ে এই কর্মী ছাঁটাই নিয়ে গণশক্তি ডিজিটালের একটি বিশেষ প্রতিবেদনে তথ্য প্রযুক্তির অধ্যাপক দেবেশ দাশ এবং নন্দিনী মুখার্জি দুজনেই বলেছিলেন যে, মুনাফার কারণে বিশ্ব জুড়ে উইপ্রো, টুইটারের মতো বৎ সংস্থা যাদের বিশ্ব জোড়া ব্যবসা তারা কর্মী ছাঁটাই করছে। মুনাফার অংশ যাতে কোন ভাবে কর্মীদের না দিতে হয় তার জন্য এই ছাঁটাই।    

Comments :0

Login to leave a comment