Australia vs West Indies Test Series

লজ্জার সিরিজ হার ওয়েস্ট ইন্ডিজের

খেলা

অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে লজ্জার সিরিজ হার ওয়েস্ট ইন্ডিজের। মঙ্গলবার জ্যামাইকার সাবিনা পার্ক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় টেস্টেও দুরমুশ করল অস্ট্রেলিয়া। মাত্র ২৭রানেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াও মাত্র ১২১রান করেছিল। ওয়েস্ট ইন্ডিজের কাছে লক্ষ্য ছিল ২০৪ রানের। কিন্তু মাত্র ২৭রানেই লড়াই শেষ হয় রোস্টন চেসদের। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক মোট ৬টিউইকেট নেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৫৫ সালে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৬রানে আউট হয়ে যায়। তারপরই এই স্কোরলাইন। বিশ্বক্রিকেট থেকে কি তাহলে ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্রাধান্য। ১৯৭৫ ও ১৯৭৯ তে পর পর দুইবার বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা। তারপর ২০১৬তে ফের টিটোয়েন্টি বিশ্বকাপ তারা জেতে। তবে সেই আগের ঝাঁজ আর দেখা যাচ্ছেনা ক্যারিবিয়ানদের মধ্যে। 
 

Comments :0

Login to leave a comment