নাবালক ছেলেকে নাবালিকার সাথে বিয়ে দেওয়ার অভিযোগে মাকে গ্রেপ্তার করলো বাগনান থানার পুলিশ। পলাতক নাবালক ছেলে। মঙ্গলবার দুপুরে ধৃত মহিলাকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়। নাবালকিাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়। জানা গেছে, পেশায় সবজি বিক্রেতা নাবালক ওই ছেলের সাথে রাজাপুর থানার নাবালিকার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমে রুপ নিলে রবিবার ওই নাবালিকা বাগনানে ছেলের বাড়িতে পালিয়ে আসে। অভিযোগ, নাবালকের মা তাদের বিয়ে দেয়। ইতিমধ্যেই বাগনান থানায় নাবালক ও নাবালিকার বিয়ের খবর পৌঁছায়। পুলিশ নাবালকের বাড়িতে হানা দিয়ে অভিযুক্ত মাকে গ্রেপ্তার করে নাবালিকাকে উদ্ধার করে। সুজোগ বুঝে নাবালক বাড়ি থেকে পালায়। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আমরা বিয়ের খবর পেয়েই নাবালিকাকে উদ্ধার করে নাবালকের মাকে গ্রেপ্তার করি। নাবালক পালিয়ে যায়। নাবালক ও তার বাবার খোঁজ করছি।
Child Marriage
নাবালিকার বিয়ে, শ্রীঘরে নাবালকের মা

×
Comments :0