Accidental Death

ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় সিপিআই(এম) নেতার মৃত্যু

জেলা

Accidental Death


নির্বাচনী কাজে বের হয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সিপিআই(এম) নেতা কানু কুমার রায়। তাঁর বয়স হয়েছিল ৫৩। বুধবার সকালে বানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রামপঞ্চায়েতের সিপিআই(এম) প্রার্থীদের নিয়ে দুরামারিতে সভা করেন। সভা শেষ করে অমিত রায় নামে এক পার্টি সদস্যকে সঙ্গে নিয়ে বানারহাট  ব্লক অফিসে যান প্রার্থীদের পরিচয় পত্র আনতে সেখানে অফিসে কাজ সম্পুর্ণ হয়নি দেখে বাইক নিয়েই রওনা দেন ধূপগুড়িতে ছাপা খানায় নমুনা ব্যালট পেপার নিতে। ধূপগুড়িতে আসার সময় এশিয়ান হাইওয়ের আংরাভাসা ধীরেন দোকান বাস স্টপের কাছে উল্টো দিক থেকে আসা দুরন্ত গতির চার চাকার ছোট গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। কানু কুমার রায় এবং সঙ্গী অমিত রায় ছিটকে যান। ঘটনা স্থলেই কানু কুমার রায় প্রাণ হারান।

 স্থানীয় মানুষ ছুটে আসেন ধূপগুড়ি থানায় এবং দমকলকে খবর দেন। পুলিশ ও দমকল কর্মীরা এসে দুজনকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কানু কুমার রায়কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অমিত রায়কে জলপাইগুড়ি জেলা  হাসপাতালে স্থানান্তরিত করে। জেলা হাসপাতাল ফের উত্তর বঙ্গ মেডিক্যাল এ রেফার করে। সিপিআই(এম) জেলা সম্পাদক সলিল আচার্য সহ  অনান্য নেতৃত্ব  মর্গে গিয়ে তদারকির কাজ করেন কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় চিকিৎসক না থাকায় দেহ মর্গে রাখা হয়। বৃহস্পতিবার  ময়নাতদন্তের কাজ করে দেহ বাড়িতে আনা হবে বলে জানান পার্টির জেলা কমিটির সদস্য  মুকুলেশ রায় সরকার।

Comments :0

Login to leave a comment