নিউ টাউনে জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রে ‘বাংলা বাঁচাও যাত্রা’-কে অভিনন্দন জানিয়েছেন প্রবীণ কমিউনিস্ট নেতা বিমান বসু। প্রতিকূল রাজনৈতিক পরিবেশে এই যাত্রার গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করেছেন তিনি।
বুধবার দুপুরে এই কর্মসূচিতে তিনি বলেছেন, ‘‘কোচবিহার থেকে যে স্থায়ী অভিযাত্রীরা রয়েছেন এবং বাংলা বাঁচাও যাত্রা-য় অংশ নিয়েছেন এমন সবাইকে অভিনন্দন।’’
সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন অভিযাত্রী দলের নেত্রী এবং সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জিও। অংশ নিয়েছেন প্রবীণ সিপিআই(এম) নেতা রবীন দেব, গৌতম দেব, রেখা গোস্বামী, রমলা চক্রবর্তীও।
বিমান বসু বলেছেন, ‘‘অতীতে এমন পদযাত্রা হয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু সবই প্রতিকূল রাজনৈতিক পরিবেশে হয়নি। বিপিএমইউ’র যাত্রা প্রতিকূল পরিবেশে হয়েছে। কিন্তু কোচবিহার থেকে কলকাতা যাত্রা, অতীতে ২৬ দিন ধরে হয়েছিল, অনুকূল রাজনৈতিক পরিবেশে।’’ তিনি বলেছেন, ‘‘তিস্তা-তোর্ষা পার হতে হয়েছিল হেঁটে হাঁটুজল পেরিয়ে। এই দুই নদীর ওপর ব্রিজের দাবি ছিল সেই মিছিলে। ব্রিজ পরে হয়েছে। একাধিক রেল সংক্রান্ত দাবি ছিল। পরে তা বেশ কিছু আদায় হয়েছে। দাবি ছিল দ্রুতগামী ট্রেন বাড়াতে হবে। সেটা বেড়েছে।’’
বসু বলেন, ‘‘আজকের বাংলা বাঁচাও পদযাত্রা ভিন্ন পরিবেশে হয়েছে। শত্রু বেষ্টিত এলাকা দিয়ে সে যাত্রা এসেছে। সবাইকে অভিনন্দন।’’
মীনাক্ষী মুখার্জি বলেন, ‘‘প্রবীণ নেতৃত্ব আমাদের লড়াই শিখিয়েছেন। বিমান বসু বলেছেন প্রতিকূল পরিবেশে হয়েছে। তিনিই বলেছেন তাগাদা দিয়ে মানুষের দাবি করা হয়েছিল। সত্যিই আজকে পরিস্থিতি ভিন্ন। আজকে যেমন রুটি-রুজির পরিস্থিতি আছে, তেমন খেলার মাঠ বাঁচানোর কথা আছে, পরিযায়ী শ্রমিকদের ফেরানোর কথা আছে। উন্নত শিল্পায়নের দাবি আছে। সেই সঙ্গে তা হবে কিনা সেই আশঙ্কা আছে।’’
মীনাক্ষী বলেন, ‘‘আজকের পরিস্থিতি ঘোরালো এই কারণে যে ধর্ম, সম্প্রদায়, ভাষা, জাতি রাজনীতির অনেকটা অংশ দখল করেছে। তার কারণ সরকারে যারা রয়েছে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানুষের জীবনে অস্থিরতা তৈরি করেছে। জীবন ঘিরে আতঙ্ক তৈরি করছে। সেগুলি রাজনীতির গুরুত্বপূর্ণ উপাদান হয়েছে। ফলে দু’টি লড়াই লড়তে হচ্ছে। বিভেদের রাজনীতিকে অতিক্রম করে মানুষে মানুষে ঐক্য প্রতিষ্ঠার লড়াইও আজকে গুরুত্বপূর্ণ। সে কারণে আজকের ‘বাংলা বাঁচাও যাত্রা’ নতুন লড়াইয়ের মোকাবিলা করেছে।’’
মীনাক্ষী বলেন, ‘‘লালঝান্ডা চিরকাল অমলিন থেকেছে মানুষের রুটি-রজির স্বার্থে।মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে নেতৃত্ব দিতে। এই বাংলা বাঁচাও যাত্রাও আমাদের সেটিই শিখিয়েছে। নতুন বাঁক মোড়ে দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবিলা করতে শিখিয়েছে।’
Biman Basu and Minakhshi Mukherjee
নতুন বাঁকে ভিন্ন লড়াই, বললেন বিমান বসু, মীনাক্ষী
বুধবার জেবিসিএসএসআর-এ বিমান বসু এবং মীনাক্ষী মুখার্জি। ছবি: সুশোভন বসু
×
Comments :0