সিবিআই আক্রান্তের পাশে থাকলে জামিন পেত না বিজেপি’র প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। এই খেদ জানিয়েছেন উন্নাওয়ে ধর্ষিতা এবং তাঁর পরিবারের সদস্যরা।
রবিবার উন্নাও ধর্ষণে আক্রান্তের পরিবার সংবাদ মাধ্যমকে বলেন, "সিবিআই যদি আমাদের পাশে থাকত তাহলে দোষী কখনই জামিন পেত না। সিবিআই আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলেনি।’’
আক্রান্ত বলেছেন, ‘‘আমার বাবা খুন হয়েছেন। আমার স্বামী এবং আমাকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। আমার দুটি ছোট সন্তান রয়েছে। আমরা কি খাবো? কোথায় যাব?"
দিল্লি হাইকোর্টের মঞ্জুর করেছে সেঙ্গারের জামিনের আবেদন। আপাতত জেল তেকে ছাড়া না পেলেও এই সাজাপ্রাপ্ত বেরিয়ে আসবে যে কোনও সময়ে। উত্তর প্রদেশের উন্নাওয়ে আক্রান্তকে ধর্ষণ করা হয়েছিল কিশোরী অবস্থায়। পুলিশ হেপাজতে খুন করা হয়েচিল বাবাকে।
আক্রান্ত বলেছে, ‘‘একটি পরিবারকে ভয় দেখিয়ে, দোষীকে ছাড় দেওয়া হচ্ছে, এ কোনও ন্যায় হতে পারে না।’’
দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে সিবিআই। কিন্তু কেন্দ্রীয় তদন্ত সংস্থার ওপর বিন্দুমাত্র ভরসা নেই আক্রান্তের পরিবার। পুরোটাই সিবিআই’র চালাকি, বলছে পরিবার।
গত শুক্রবারই দিল্লিতে বিক্ষোভে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক মারিয়াম ধাওলে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, নারীদের ওপর অত্যাচার এবং ছাড়ের একের পর এক ঘটনায় জড়িত বিজেপি। গুজরাটে বিলকিস বানু ধর্ষণে সাজাপ্রাপ্তদের জেল থেকে ছাড়ানো হয়েচিল। ব্রিজভূষণ শরণ সিং বিজেপিরই সাংসদ যার বিরুদ্ধে পথে নেমেছিলেন আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী কুস্তিগিররা।
এদিন সিপিআই(এম) পলিট ব্যুরোও দিল্লি হাইকোর্টের রায়ে খেদ জানিয়েছে। জামিন মঞ্জুরের রায়কে বিচারব্যবস্থার ওপর কালো দাগ আখ্যা দিয়েছে।
Unnao Survivor
উন্নাওয়ে ধর্ষিতা, পরিবার ক্ষোভের মুখে সিবিআই
×
Comments :0