WEATHER

রেকর্ড শীত কলকাতায়, কাঁপছে গোটা রাজ্য, চিন্তা বাড়াচ্ছে বায়ুদূষণ

রাজ্য কলকাতা

বড়দিনের পরের দিনও রেকর্ড শীত কলকাতায়। সুতরাং শুক্রবারও মরশুমের সবচেয়ে শীতলতম দিন। বৃহস্পতিবার বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা পৌঁছে যায় ১২ ডিগ্রির ঘরে। সেই সঙ্গে উত্তরের হওয়ার দাপটে রাজ্য জুড়েই হাড় কাঁপানো শীতের পরিস্থিতি। পাশাপাশি সকালের দিকে ঢেকে রয়েছে কুয়াশায়। বায়ুর গুণমান সূচকে ভংয়কর অবস্থায় রয়েছে। এদিনও সূচক প্রায় ৪০০ কাছাকাছি রয়েছে। টেক্কা দিচ্ছে দিল্লিকেও।

শুক্রবার ভোরে কলকাতার তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। সকালের দিকে কুয়াশা থাকলেও দিনভর মেঘমুক্তই ছিল আকাশ। আগামী কয়েকদিনেও রাজ্যজুড়ে শীতের দাপট জারি থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমলেও উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। 
এদিনও দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। তারপরই রয়েছে বীরভূমের শ্রীনিকেতন,তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ১২.২ ডিগ্রি সেলসিয়াস।

পাশাপাশি, রাজ্যের সর্বত্রই জারি থাকছে কুয়াশার সতর্কতা। দক্ষিণ থেকে উত্তর সবজেলাতেই সকালের দিকে কুয়াশার জেরে কমছে দৃশ্যমানতা। কোচবিহারের পরিস্থিতি ভয়াবহ। ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্যে নেমে যায়। ফলত,জেলাজুড়ে জারি কমলা সতর্কতা। বায়ুর গুণমান সূচকে দিল্লিকেও পিছনে ফেলে দিচ্ছে এরাজ্য। বিশেষত রাতের দিকে সূচক ভয়ংকর ভাবে বেড়ে যাচ্ছে। যা নিয়ে খুবই ডিস্চিন্তার কারণ রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।  

Comments :0

Login to leave a comment