রবিবার বাঁকুড়ায় এক বিএলও'র দেহ পাওয়া যায়। মৃতের কাছ থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে অস্বাভাবিক কাজের চাপের অভিযোগ মিলেছে বলে জানায় পুলিশ। পরবর্তী তদন্তের জন্য চিরকুটটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ।
বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকে ঘটনাটি ঘটেছে। রবিবার সকালে একটি স্কুল প্রাঙ্গণ থেকে মৃত হারাধন মণ্ডলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, "হারাধন মন্ডল পেশায় একজন স্কুল শিক্ষক। পাশাপাশি, বর্তমানে এসআইআর'র চলাকালীন রানিবাঁধ ব্লকের রাজাকাটা এলাকার ২০৬ নম্বর বুথের বিএলও হিসেবে ও দায়িত্ব পালন করতেন ওই ব্যক্তি।" তিনি জানান, " ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির সই করা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে ওই ব্যক্তি ক্রমবর্ধমান কাজের চাপ সামলাতে অক্ষম বলে উল্লেখ করেছেন।"
পুলিশের ওই কর্মকতা আরও বলেন, আমরা ওই চিরকুটটি বা বাজেয়াপ্ত করেছি। দেহটিকে ময়নাতদন্তের জন্যেও পাঠানো হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি, তদন্তের স্বার্থে সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে বলেও উল্লেখ করে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, নভেম্বর ৪ তারিখ থেকে বঙ্গে এসএই আর'র প্রক্রিয়া শুরু হয়েছে। তারপর থেকেই অস্বাভাবিক কাজের চাপে এমনি একাধিক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই গোটা ঘটনায় নির্বাচন কমিশন পরিকল্পনাহীনতাকেই দায়ী করেছেন বামপন্থীরা।
Comments :0