Minakhshi Kamarhati

বাংলা বাঁচাতে একজোট হচ্ছেন মানুষ, কামারহাটিতে মীনাক্ষী

রাজ্য জেলা বাংলা বাঁচাও যাত্রা

কামারহাটিতে মীনাক্ষী মুখার্জি। ছবি ও ভিডিও: অরিজিৎ মণ্ডল ও প্রিতম ঘোষ

প্রতীম দে: কামারহাটি

এর আগে ইনসাফ যাত্রায় আমরা গোটা রাজ্যকে দেখেছিলাম। প্রতিটা জেলায় কিছু মুখ দেখেছিলাম, মলিন মুখ। কিন্তু ভিতরে তাদের একটা তেজ আছে। আমার এবার মানুষের চোখে সাহস দেখেছি। তৃণমূল বিজেপির বিরুদ্ধে রাগ দেখেছি। এই বাংলা বাঁচবে। গোটা রাজ্যের মানুষ এই লড়াইয়ে একজোট হচ্ছে। কামারহাটিতে বাংলা বাঁচাও যাত্রার সমাপন যাত্রায় একথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। এই কর্মসূচিতে অভিযাত্রীদলের নেতৃত্ব দিয়েছেন তিনি। 
মীনাক্ষী বলেন,  এই রাজ্যে কারখানা, স্কুল কলেজের দাবিতে আন্দোলন হয়েছে। আমরা আমাদের জল জমি জঙ্গলকে রক্ষা করবো। এরা আমাদের নদী, পাহাড় জমি লুঠ করতে চাইছে। 
উন্নয়নের পাঁচালী পড়ছেন, অপরাধের পাঁচালী কে পড়বে? এই যে দুর্নীতি এর দায় কে নেবে? নারদ কান্ডে আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি এথিক্স কমিটি। 
তিনি বলেন, রাজ্যে তৃণমূলকে টিকিয়ে রাখতে ধর্মের নামে মানুষকে ভাগ করছে বিজেপি। 
তিনি বলেন, দুই সরকারি বেকারদের ঠকিয়েছে। মুখ্যমন্ত্রী বলছে দুই কোটি চাকরি দিয়েছে। মিথ্যে কথা বলছেন উনি। 
শ্রমিককে শোষণ করতে শ্রমকোড চালু করা হয়েছে। দেশকে বিক্রি করে দেশ ভক্তির কথা বলছে বিজেপি। 
মীনাক্ষী বলেন,  তৃণমূলের সাথে বিজেপির সেটিংয়ের জন্য ভাইপো, বালু, অনুব্রত জেলের বাইরে। তিনি বলেন, ছাব্বিশের নির্বাচন পেটের ভাত, হাতে কাজের দাবিতে হবে।

এদিন অভিযাত্রীদের জন্য স্মারক মীনাক্ষীর হাতে তুলে দেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পলাশ দাস। দেওয়া হয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের রচনা সংকলন। যাত্রায় অংশ নেওয়া গাড়ির চালকদের হাতে স্মারক তুলে দেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

Comments :0

Login to leave a comment