পূজা বোস: কামারহাটি
যে মানুষ যত গরিব তাঁর কাগজ তত কম। কাগজের ওপর নির্ভর করে নাগরিকত্ব দেখা হলে সবচেয়ে বিপদে পড়বেন গরিব মানুষ। সিএএ-এনআরসি থেকে এসআইআর সবচেয়ে সঙ্কটে ফেলছে গরিব মানুষকে।
বুধবার কামারহাটিতে বাংলা বাঁচাও যাত্রা-র সমাপন সমাবেশে একথা বলেছেন
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
তিনি বলেন, 'বাংলাকে বাঁচাবে বাংলার মানুষই, আর সেই মানুষের শক্তি হবে লাল ঝান্ডা' বেলঘরিয়া কামারহাটির বাংলা বাঁচাও যাত্রা'র সমাপন জনসভা থেকেই এমনি বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
এদিন তিনি আরও বলেন, "বাংলা বাঁচাও যাত্রা মানে বাংলার প্রজন্ম, সন্তানসন্ততি কে বাঁচানোর যাত্রা। যারা বাংলাকে ধ্বংস করতে চান তারা নবান্ন, দিল্লিতে বসে আছেন। তাঁদের থেকে বাংলাকে বাঁচাতে হবে। এর আগে বাংলা স্বপ্ন দেখেছে আর বাংলা স্বপ্ন দেখিয়েছে। বর্তমানে শাসক তা ধ্বংসের পথে নিয়ে গেছে।
যারা ভেবেছিলেন তৃণমুল আসলে বাংলার ভালো হবে, তারা ঠকে গেছেন। আর বিজেপি আসলে তারা ডবল ঠকে যাবেন। এদের দুর্নীতি পাহাড় প্রমাণ। এই শাসকদল থাকলে সৎ মানুষ মাথা নিচু করবে আর চোর, গুন্ডারা মাথা উঁচু করে দাঁড় করতে চায়।"
সুজন চক্রবর্তী বলেন, "মেসির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মেসি তার ওয়ালে যে ভিডিও পোস্ট করেছেন তাতে কলকাতার নাম নেই। মমতা এতটাই কলকাতাকে কালিমালিপ্ত করেছেন। মেসিকে সামনে রেখে পিসির ক্ষমতা দেখানোর লড়াই চলবে না। ২৬ সে এই বাংলার মাঠ থেকে তৃণমুলের বাহিনীকে অব্যাহতি নিতে হবে এটাই লাল ঝান্ডার চ্যালেঞ্জ।
তিনি বলেন, এসআইআর- র তালিকা বেরিয়েছে। আগে ওরা বলেছিলো বহু মুসলিম অনুপ্রবেশকারী বেরিয়ে চলে যাবে। এখন আমার জানতে চাই কতজন বিদেশি বা বাংলাদেশী মুসলমান বলে কতজনের নাম বাদ গেছে বলুন? এই মিথ্যাচারের জন্যে মুসলমান মানুষের কাছে শুভেন্দুকে ক্ষমা চাইতে হবে। আসলে ৯শতাংশ বেশি মতুয়ারা বাদ গেছেন। তারা আসলে বাংলাভাষী হিন্দু তারা বাদ গেলেন। আমারা বলেছিলাম যার ডকুমেন্ট নেই এমন মানুষ, গরীব মানুষ বিপদে পরবেন তাই হলো। উদ্বাস্তু কে যারা অনুপ্রবেশকারী বলে দাগিয়ে তারা ওদের কাছে নির্লজ্জের মত আবার ভোট চাইতে যাবেন। মানুষকে রক্ষা করতে পারে শুধু বামপন্থীরা।
তৃণমুল ভুতুড়ে আর মৃত ভোটারের ভোটে জিতে রাজ্যে বসে আছেন এসআইয়ার খসরা তালিকাই তা প্রমাণ করছে। আমাদের আমাদের একসাথে মিলে এর বিরূদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। বাংলাকে বাঁচাবে বাংলার মানুষ,আর তাঁদের শক্তি হবে লালঝান্ডা।"
Comments :0