অপরিকল্পিত নগরায়নের প্রভাবে দিন দিন কমছে জঙ্গলের পরিসর। বিশেষ করে পশ্চিমবঙ্গে রোজ রোজই জমি মাফিবারা থাবা বসাচ্ছে শহর থেকে গ্রামে। বাদ যাচ্ছে না জঙ্গলের জমিও। তার সঙ্গে চোরা পাচার, চোরা চালান, গাছ কাটার সমস্যা তো রয়েছেই। আগের তুলনায় জঙ্গলে কমেছে আহারের পরিমানও। তাই সম্প্রতি বারবারই লোকালয়ে বেড়িয়ে আসতে দেখা যায় হাতি সহ বিভিন্ন পশুদের। তবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বছরের বিভিন্ন সময়ে দামাল হাতির দল লোকালয়ে আসে খাবারের সন্ধানে। চাষের ফসল থেকে, বাড়ির খাবার, দোকানের চাল, ডাল, মুড়ি লুঠ এসবও চলে। বিভিন্ন সময় অবশ্য নানান অপ্রিতিকর ঘটনাও ঘটে।
আলিপুরদুয়ার জেলার বক্সা ফরেষ্ট পর দমনপুর রেঞ্জ রেল লাইন ধরে প্রায়ই হাতি দেখা যায়। হাতির করিডর হিসেবে পরিচিত এই অঞ্চল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর লাগোয়া জঙ্গল থেকে আলিপুরদুয়ার-শিলিগুড়ির রেল লাইন পার করে হাতিরদল হয় পার্শ্ববর্তী জঙ্গলে চলে যায়। নয় কোনো গ্রামে ঢোকার চেষ্টা করে। ঠান্ডা ঢুকতেই একদল হাতির রেল লাইন পারাবার হওয়ার ছবি ধরা পরে। হাতির করিডর হওয়ায় এই লাইন গুলো থেকে একটি নির্দিষ্ট গতীতে ট্রেন চলে। তবে শীতকালে ঘন কুয়াশার জন্য অনেক সময় দুর্ঘটনাও ঘটে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় হাতির। অতীতে বহু নজির আছে এরকম। ফলে চালক খুব সাবধানী না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। খাবার সন্ধানে এভাবে অজান্তেই বিপদ্জ্জনক ভাবে রেল লাইন পারাপার করে হাতির দল।
Elephants
খাবারের সন্ধানে ঝুঁকিপূর্ণ পারাপার
×
Comments :0