যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং প্রবাসী গবেষক হিন্দোল মজুমদার।
স্পেন থেকে কলকাতায় আসার পথে দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় হিন্দোলকে। পুলিশের দাবি হিন্দোলের পরিকল্পনায় ১ মার্চ বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তদন্তকারিদের দাবি হিন্দোলের হোয়াটসঅ্যাপ থেকে তারা বিভিন্ন তথ্য পেয়েছে। সেই তথ্যের ভিত্তিতে তাকে তারা গ্রেপ্তার করেছে।
গবেষককে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী থেকে পড়ুয়া এবং অধ্যাপকরা। প্রাক্তনীদের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে তার মুক্তির দাবি তোলা হয়েছে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
বিবৃতি দিয়ে প্রাক্তনীদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও প্রবাসী গবেষক হিন্দোল মজুমদারকে দেশে ফেরার পথে দিল্লি এয়ারপোর্টে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের কারণ হিসেবে ১মার্চ, ২০২৫ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার কথা উঠে আসছে। আমরা সেদিন শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের গুরুতর আহত হওয়ার ছবি দেখেছি। ছাত্র-গবেষক হিন্দোল এই ঘটনার বহু আগে থেকেই দেশের বাইরে গবেষণারত। এই গ্রেপ্তার আসলে রাষ্টের তরফে প্রতিবাদী স্বরকে দমন করারই সুপরিকল্পিত উদ্যোগ। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের তরফে তাঁর গ্রেপ্তারির নিন্দা করছি এবং অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।’
গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের অধ্যাপক সংগঠনের সভায় যোগ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। চলতে থাকে স্লোগান। বিক্ষোভরত ছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূলের বাহিনী। ছিল ক্যাম্পাসের বাইরে থেকে আসা তৃণমূলের একাংশও। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ কেন তার কোনও সদর্থক জবাব দেননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপর বিক্ষোভরত ছাত্রীছাত্রীদের ওপর গাড়ি চালিয়ে দেন শিক্ষামন্ত্রী। ঘটনায় গুরুতর অহত হয়েছেন একাধিক ছাত্র ছাত্রী। এর আগে এই ঘটনায় মিথ্যা মামলায় একাধিক বামপন্থী মনভাবাপন্ন পড়ুয়া গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তাদের বিরুদ্ধে কোন অভিযোগ তারা প্রমান করতে পারেনি এখনও।
Jadavpur University
শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভের ঘটনায় প্রেপ্তার প্রবাসী গবেষক

×
Comments :0