১০ রাজ্যের ৯৬ টি আসনে সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট গ্রহণ হবে। চতুর্থ দফার নির্বাচনে জনমত যাচাইয়ে নামবেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী, এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি'র মত হেভিওয়েটরা। অখিলেশ যাদব উত্তর প্রদেশের কনৌজ, গিরিরাজ সিং বিহারের বেগুসরাই, অধীররঞ্জন চৌধুরী বহরমপুর এবং আসাদুদ্দিন ওয়েসি তেলেঙ্গানার হায়দরাবাদ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বিধানসভার ১৭৫ আসনের নির্বাচনও একই দিনে হবে। দক্ষিণের এই রাজ্যে ত্রিমুখী লড়াই ক্ষমতায় থাকা ওয়াইএসআর কংগ্রেস, কংগ্রেস এবং এনডিএ'র মধ্যে। অন্ধ্রপ্রদেশে এনডিএ জোটে রয়েছেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন শাসকদল টিডিপি।
চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওডিশা রাজ্যেও বিধানসভা নির্বাচন হবে। এই দফায় ২৮ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন।
এখনও অবধি সারা দেশের ৫৪৩ টি লোকসভা আসনের মধ্যে ২৮৩ টি আসনে ভোটগ্রহণ শেষ। সোমবার তেলেঙ্গানার ১৭ টি আসনের সবকটিতে, অন্ধ্রপ্রদেশের ২৫ টি আসনেই, উত্তর প্রদেশের ১৩ টি আসনে, বিহারের ৫টিতে, ঝাড়খন্ডের ৪ টি আসনে, মধ্যপ্রদেশের ৮ টিতে, মহারাষ্ট্রের ১১টি আসনে, ওডিশার ৪ টিতে, পশ্চিমবঙ্গের ৮টি আসনে এবং জম্মু কাশ্মীরের ১টি আসনে নির্বাচন হবে।
পশ্চিমবঙ্গে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোল কেন্দ্রে ভোট নেওয়া হবে সোমবার।
জম্মু কাশ্মীরের শ্রীনগর আসনে সোমবার ভোট। ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পরে উপত্যকার মানুষ প্রথমবার ভোটের লাইনে দাঁড়াবেন।
সোমবার নির্বাচন হতে চলা ৯৬ আসনের মধ্যে ২০১৯ সালে বিজেপি ৪০ টিতে জিতেছিল। বিরোধীদের সামনে চ্যালেঞ্জ, এইবার বিজেপির আসন সংখ্যা আগের তুলনায় কমানো।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন দফায় ভোটদানের গড় হার ৬৫-৬৬ শতাংশের আশেপাশে ছিল। নির্বাচন কমিশনের বক্তব্য, তীব্র গরমের জন্য ২০১৯ সালের তুলনায় কম ভোট পড়ছে।
যদিও বিরোধীদের যুক্তি, এইবার নির্বাচনে বিজেপি কোনও হাওয়া খাড়া করতে পারেনি। তাই ভোটের হার কিছুটা কম।
নির্বাচন কমিশন জানাচ্ছে, চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৩৬৪৭ টি বুথকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তার জন্য বর্ধমান পূর্বে ১৫২ কোম্পানি, বীরভূমে ১৩১ কোম্পানি, আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে ৮৮ কোম্পানি, কৃষ্ণনগরে ৮১ কোম্পানি, বহরমপুরে ৭৩ কোম্পানি এবং রানাঘাটে ৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
চতুর্থ পর্যায়ের নির্বাচনেই মধ্যপ্রদেশের ইন্দোর আসনে ভোট। এই আসনেই শেষ মুহূর্তে প্রার্থীপদ প্রত্যাহার করে বিজেপিতে যোগ দেন কংগ্রেস প্রার্থী অক্ষয় বাম। ইন্দোরের বর্তমান সাংসদ শঙ্কর লালওয়ানি ২০১৯ সালে ৫.৪ লক্ষ ভোটে জিতেছিলেন। তাঁকে হারাতে কংগ্রেস নোটায় ভোট দেওয়ানোর জন্য জোর প্রচার চালাচ্ছে। কারণ, নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, কোনও কেন্দ্রে নোটা সর্বাধিক ভোট পেলে সেই আসনের ভোট প্রক্রিয়া বাতিল করে নতুন করে নির্বাচন করা হবে।
Comments :0