সীমান্তে সংঘর্ষের মাঝেই ভারতে প্রাথমিক অনুমোদন জোগার করে নিল ‘স্টারলিঙ্ক’।
ডোনাল্ড ট্রাম্পের সহকারী এলন মাস্কের মালিকানায় চালু স্পেসএক্স’র শাখা সংগঠন স্টারলিঙ্ক। ‘স্যাটেলাইট কমিউনিকেশন’ ক্ষেত্রকে বিশ্বে ক্রেতা পরিষেবার পণ্য করেছে মাস্কের সংস্থা।
সরকারি স্তর থেকে জানানো হয়েছে ৮ মে-তে টেলিকমিউনিকেশন দপ্তর ইচ্ছাপত্র পাঠিয়েছে মাস্কের সংস্থার। এর আগে ১৬ এপ্রিল স্টারলিঙ্কের উঁচু স্তরের আধিকারিকরা দেখা করেছিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী এলন মাস্কের সঙ্গে।
স্টারলিঙ্কের প্রস্তাব সরকারে ঘরে জমা পড়েছে বেশ কয়েকমাস আগে। বিভিন্ন অংশ থেকে তা নিয়ে উদ্বেগও জানানো হয়। সরাসরি স্যাটেলাইট স্পেকট্রাম পরিষেবা ব্যবহার করা হয় প্রতিরক্ষার ক্ষেত্রে।
কেন্দ্রীয় টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেন্নামানি জানিয়েছিলেন যে স্টারলিঙ্কের অনুমোদন চূড়ান্ত স্তরে রয়েছে।
এর মধ্যে স্টারলিঙ্ক ভারতের দুই বড় মোবাইল টেলিখোন পরিষেবাদাতা রিলায়েন্স জিও এবং এয়ারটেলের সঙ্গে চুক্তির ঘোষণাও করেছে।
পেন্নামানি বলেছেন, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সংযোগের জন্য স্যাটেলাইট পরিষেবা বেশি কার্যকর হবে। টেলিকম মন্ত্রক সম্প্রতি সুরক্ষা বিধি নতুন করে জারি করেছে। স্থানীয় স্তরে তথ্য বিনিময়, স্থানীয় নির্মাতাদের উপকরণ ব্যবহারের মতো একাধিক শর্ত মাস্ক মানতে রাজি বলে জানানো হয়েছে। মহাকাশে স্টারলিঙ্কের ৬ হাজাত ৭৫০টি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে ঘুরছে। মঙ্গলবারই আমেরিকার মহাকাশ সংস্থা নাসা’র কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন-৯ রকেটে ২৮টি স্যাটেলাইট মহাকাশে তোলা হয়েছে। ধনকুবের এলন মাস্কের সঙ্গে প্রতিযোগিতায় দেশের সংস্থাগুলি কতটা এঁটে উঠতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এর মধ্যে আমাজনও তাদের স্যাটেলাইট সংযোগ পরিষেবার অনুমতি চেয়ে আবেদন জমা দিয়েছে টেলিকম মন্ত্রকে।
বিশেষজ্ঞদের অনুমান, প্রাথমিকভাবে স্যাটলাইট ইন্টারনেট পরিষেবার মাশুল বেশিই থাকবে। সেক্ষেত্রে, ডেটা ফাইবার পরিষেবার সঙ্গে অতিরিক্ত হিসেবে বাজারে আনা হবে।
Starlink
দেশের বাজারে অনুমোদন মাস্কের স্টারলিঙ্ককে

×
Comments :0