NATUNPATA QUZE 22 JUNE ANS.

নতুনপাতা বলতে পারো ২২ জুন, সমাধান

ছোটদের বিভাগ

NATUNPATA QUZE 22 JUNE 2023 ANS

বলতে পারো 

গত ২২ জুন  সংখ্যার সমাধান

অমল কর

জিজ্ঞাসা

১) টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে
কোন্ প্রথম ভারতীয় ক্রিকেটার ৩০০ উইকেট পান ?
২)বিগত বিশ্বকাপ ফুটবলে প্রথম
কোন্ মহিলা রেফারি ছিলেন?
৩) কবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব
সবচেয়ে কম থাকে?
৪) মহামতি অশোক-এর আমলে
ভারতে কতগুলো বিশ্ববিদ্যালয়
স্থাপিত হয়?
৫) ইংরেজিতে one,two,three
থেকে thousand লিখতে কতবার
(a) ব্যবহৃত হয়?
৬) ভারতের কোথায় পাব দেশের
বৃহত্তম  অ্যাকোরিয়াম ?

সমাধান
১) যজুবেন্দ্র চাহল প্রথম ভারতীয়
ক্রিকেটার যিনি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে  ৩০০ উইকেট পান।
২) বিগত বিশ্বকাপ ফুটবলে
ই -গ্ৰুপে জার্মানি বনাম কোস্টারিকার খেলায় ফ্রান্সের স্টেফানি ফ্রাপা(৩৬ বছর বয়স্কা)প্রথম মহিলা রেফারি ছিলেন ।
৩) সাধারণভাবে ৩ রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে।এটাকে বলা হয় পৃথিবীর অনূসুর‌ অবস্থান।দূরত্ব  ১৪,৭০,৯৭,৮০০কিমি।
৪) মহামতি অশোক-এর রাজত্বকালে ভারতে তক্ষশীলা,নালন্দা,
বিক্রমশীলা,কান্দাহার ইত্যাদি মোট ২৩টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
৫) ইংরেজিতে one থেকে thousand লিখতে মাত্র একবার (a) ব্যবহৃত হয় thousand বানানে।
৬) ভারতের তারাপুরে দেশের বৃহত্তম অ্যাকোরিয়াম ?

Comments :0

Login to leave a comment