Crude Bomb Recovered

বাড়ি থেকে উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম, গ্রেপ্তার তৃণমূল প্রার্থীর স্বামী

রাজ্য

Crude Bomb Recovered


আর মাত্র কয়েকদিন বাকি পঞ্চায়েত ভোটের। তার আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার অব্যাহত রয়েছে। ফের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার বোমা তৈরির উপকরণ সহ দেড় কেজি বোমার মশলা। গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামী মিঠুন দাস। কাটোয়া থানার আলমপুর গ্রামপঞ্চায়েতের গুসুম্বা গ্রামের ঘটনা। অন্যদিকে কাটোয়ার অর্জুনডিহি গ্রামে গত ৪দিন আগে তৃণমূলের কর্মীর বাড়ি লাগোয়া গোয়াল ঘর থেকে ১০ কেজি বোমের মশলা উদ্ধার করেছিল পুলিশ। শুধু তাই নয় শনিবার অভিযান চালিয়ে দু' রাউণ্ড গুলি সমেত একটি কার্বাইন উদ্ধার করে কাটোয়া থানার পুলিশ। এতে চাঞ্চল্য ছড়ায়।

অভিযুক্ত তৃণমূল নেতা সহ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং বিদায়ী প্রধান এই ঘটনা ধামাচাপা দিয়ে বলেছে, পুলিশ  মাছের খাবার উদ্ধার করে কী করে বলছে বোমার মশলা? আলমপুর গ্রামপঞ্চায়েতের ২ নম্বর সংসদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না দাসের বাড়িতে সোমবার দিনভর তল্লাশি চালায় কাটোয়া থানার পুলিশ। অভিযানের পর স্বপ্না দাসের বাড়ি থেকে দেড় কেজি বোমার মশলা,  তিন কেজি পেরেক, কয়েক কেজি পাথরের কুচি সহ প্রচুর বোমা তৈরির সুতলির রশি বাজেয়াপ্ত করে পুলিশ। রাতের দিকে প্রার্থীর স্বামী তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা মিঠুন দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। কাটোয়া থানার পুলিশ বিস্ফোরক আইনে মামলা রুজু করে মিঠুন দাসকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে। 


 

Comments :0

Login to leave a comment