QUIZ — AML KAR | NATUNPATA — THURSDAY 18 JULY 2024 ANS.

বলতে পারো — অমল কর | নতুনপাতা — বৃহস্পতিবার ১৮ জুলাই সমাধান

ছোটদের বিভাগ

QUIZ  AML KAR  NATUNPATA  THURSDAY 18 JULY 2024 ANS

বলতে পারো

অমল কর  

নতুনপাতা

বৃহস্পতিবার

 

 

 

জিজ্ঞাসা

১) দ্বিজেন্দ্রলাল রায় ( ডি এল রায়) কেন প্রসিদ্ধ?
২) দ্বিজেন্দ্রলাল রায় কত গান ও নাটক রচনা করেন?
৩) ফিফার ফুটবল বিশ্বে  এই সময় সেরা কোন্ চারটি দল?
৪) এবারের কোপা কাপে পয়েন্টের ব্যবধানে সেরা কোন্ চারটি দল?
৫) পয়েন্টের ব্যবধানে এবার ইউরো কাপে সেরা চারটি দল কারা?
৬) ২০২৪ উইম্বলডন লন টেনিস চ্যাম্পিয়ন কে হন?

সমাধান

১) দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি গীতিকার সুরকার সংগীতশিল্পী ও নাট্যবেত্তা। তাঁর জন্ম ১৯ শে জুলাই কৃষ্ণনগরে। দ্বিজবাবু হিসেবে
তিনি যেমন খ্যাত ছিলেন, দ্বিজেন্দ্রগীতি হিসেবেও তাঁর গান খ্যাত হয়।
২) দ্বিজেন্দ্রলাল রায় প্রায় ৫০০ গান রচনা করেন। তন্মধ্যে ১৩২টি গানের স্বরলিপি পাওয়া গেছে।
এ ছাড়া তিনি ঐতিহাসিক সামাজিক পৌরাণিক ও প্রহসন মিলিয়ে মোট ২১টি নাটক রচনা করেন।
৩) ফিফার ফুটবল বিশ্বে এখন সেরা চারটি দল আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড ও স্পেন।
৪) পয়েন্টের ব্যবধানে এবার কোপা কাপে সেরা চারটি দল আর্জেন্টিনা কলম্বিয়া উরুগুয়ে ও কানাডা।
৫) পয়েন্টের ব্যবধানে এবার ইউরো কাপে সেরা  চারটি দল হল স্পেন ইংল্যান্ড পর্তুগাল ও জার্মানি।
৬)  ৩টি গ্ৰ্যান্ডস্ল্যাম জয়ী স্পেনের কার্লোস অলকারাজ ফাইন্যালে স্ট্রেট সেটে ২৪টি গ্ৰ্যান্ডস্ল্যাম জয়ী লন টেনিস তারকা জকোভিচকে হারিয়ে নাগাড়ে দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন হন।

Comments :0

Login to leave a comment