Students Injured

টিফিন চলাকালীন মাথায় ভেঙে পড়ল পাখা, জখম চার পড়ুয়া

জেলা

স্কুল চলাকালীন ছাত্রীদের মাথার উপর ভেঙে পড়ল পাখা! ঘটনায় ঘটনায় আহত চার ছাত্রী। পান্ডুয়া রাধারানী গার্লস হাইস্কুলের ঘটনা। মঙ্গলবার দুপুরে টিফিনের সময় এই দুর্ঘটনা ঘটে। চাঞ্চল্য ছড়িয়ে পরে ছাত্রীদের মধ্যে।
স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, টিফিনের সময় ক্লাসরুমে বসে টিফিন করছিল ছাত্রীরা। হঠাৎই এটি পাখা মাথার উপর ভেঙে পড়ে। আহত হয় চার ছাত্রী। তড়িঘড়ি তাদেরকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা হয়। দুজনকে স্ক্যান করানোর জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আহত এক ছাত্রীর বাবা রেজ্জাক মোল্লা জানান, ‘‘মেয়েরা স্কুলের টিফিনের সময় ঘরে বসে টিফিন করছিল। হঠাৎ করেই মাথার উপর এটি পাখা ভেঙে পড়ে। স্কুলের দিদিমণিরাই হাসপাতালে নিয়ে যায় আহত ছাত্রীদের। রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান।’’
স্কুল পরিচালন সমিতির সভাপতি জানিয়েছেন, ‘‘ছাত্রীদের চিকিৎসার সমস্ত খরচ স্কুল বহন করবে।’’
স্কুল সূত্রে জানা গেছে আহত চার ছাত্রীর নাম জয়পুরের বাসিন্দা রাজিকা খাতুন ও রিনা খাতুন পান্ডুয়ার নামাজ গ্রামের বাসিন্দা। নাজিরা খাতুন খারাজি পাড়ার বাসিন্দা। সরস্বতী মাহাতো এই চার ছাত্রী নবম শ্রেণীর বি সেকশনের ছাত্রী। তাদের চারজনেরই মাথায় আঘাত লাগে। এই চার ছাত্রী ক্লাসরুমে বসে টিফিন খাচ্ছিল তখনই মাথার উপরে থাকা সিলিং ফ্যান ভেঙে পড়ে তাদের মাথায়। তাদের চারজনারই মাথায় আঘাত লাগে। সরস্বতী মাহাতো ও নাজিরা খাতুনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়। উপরের ঘরে বসে টিফিন খাচ্ছিল তারা। সময় গড়াতে তাদের শারীরিক অবস্থা আরো খারাপ হলে বাকি দুজন ছাত্রীকেও কিছু হাসপাতালে রেফার করা হয়।

Comments :0

Login to leave a comment