সোমবার ওভাল স্টেডিয়ামে ম্যাচের শেষ দিনে মিরাকেলের আশাতেই নামবে ভারত। রবিবারের ম্যাচ শেষে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩৫ রান। তাদের হাতে রয়েছে আরো ৪উইকেট। সিরাজদের লক্ষ্য থাকবে দিনের প্রথম দিকেই অন্তত একটি উইকেট তুলে নেওয়া তাহলেই চাপে ফেলা যাবে অলিভ পোপদের। লর্ডস টেস্টে শেষদিন জাদেজা , সিরাজরা চেষ্টা করলেও মাত্র ২২রানে পরাজিত হতে হয়েছিল ভারতকে। এইবার ইংল্যান্ড সেদিন যেমন পারফরমেন্স দেখিয়েছিল। সোমবার ভারতেরও লক্ষ্য থাকবে সেইরকম পারফরম্যান্সের।
রবিবার ম্যাচের শেষের দিকে হালকা বৃষ্টিপাত হয়েছিল। সোমবারে ম্যাচের প্রথম দিকে সেই সম্ভাবনা না থাকলেও স্থানীয় সময় দুপুরে ২টো নাগাদ ( ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০টা ) মেঘলা আকাশের দেখা মিলতে পারে। যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাত্র ১৯শতাংশ। তবে ভারত চাইবে যত দ্রুত সমহব এই আবহাওয়ার আগমন। কারণ তাতে তাদের বোলারদের পক্ষে উইকেট সংগ্রহ করার সুবিধা তারা পাবে। ওভাল স্টেডিয়ামে মিরাকেলের বুক বাঁধছেন গোটা ভারতবাসী।
Comments :0