বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের আক্রমণ এবং হুমকির প্রতিবাদ জানালো সিআইটিইউ।
মঙ্গলবার বিবৃতিতে সিআিটিইউ বলেছে, পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। ভাষা এবং অঞ্চলের নিরিখে পরিযায়ী শ্রমিকদের ‘অনুপ্রবেশকারী’ বলে দাগিয়ে দেওয়া বিজেপি’র পরিকল্পিত কৌশল।
সিআইটিইউ বলেছে, এই অমানবিক কৌশল এত জঘন্য চেহারা নিয়েছে যে দিল্লি পুলিশ বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলছে। সংবিধানের অষ্টম তফসিলে স্বীকৃত বাংলা ভাষা। সংবিধানকে অমান্য করা হচ্ছে।
দিল্লি পুলিশকে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে সিআইটিইউ। কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সেই সঙ্গে সীমান্তের ওপারে পাঠানোর ‘পুশব্যাক’ নীতি বাতিলের দাবি জানিয়েছে।
মঙ্গলবার বিবৃতিতে বলেছে অবৈধ বিদেশি অভিবাসী খোঁজার নামে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই আক্রমণ চলছে। সুকৌশলে শ্রমজীবীর একটি গুরুত্বপূর্ণ অংশকে বিপদ বলে দেখানো হচ্ছে। বিজেপি’র সাম্প্রদায়িক প্রচারকেও জোরালো করা হচ্ছে।
বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার এই ভূমিকা নিচ্ছে ১৯৭৯’র পরিযায়ী শ্রমিক আইন লঙ্ঘন করে। সব রাজ্যগুলির এই আইন পালন করার কথা।
সিআইটিইউ বলেছে, বাংলাভাষী পরিযায়ীদের ওপর আক্রমণ তাঁদের জীবিকা সুরক্ষা এবং কাজের ক্ষেত্রে বিপদ ডেকে আনছে। তাঁদের মারধর করা হচ্ছে, হেনস্তা করা হচ্ছে।
CITU
‘বাংলাদেশি ভাষা’ মন্তব্যে দিল্লি পুলিশকে ক্ষমা চাওয়ার দাবি সিআইটিইউ’র
×
Comments :0