সোমবার কিশোরভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ বিএসএফ। গত ম্যাচে ডার্বিতে মহামেডানকে ৩-১ গোলে হারিয়েছিল সবুজ মেরুন। সোমবার মোহনবাগান কোচের ডাগআউটে এই মরশুমে প্রথমবার বসবেন কোচ মলিনা। সদ্য অনুশীলনে নেমেছেন টম অ্যালড্রেড ও আলবার্তো। তাই এই ম্যাচে তাদের প্রথম একাদশে থাকার সম্ভাবনা ক্ষীণ। গত ম্যাচের একাদশই নামাতে পারেন মলিনা। পরিবর্তন বলতে আপুইয়ার জায়গায় আসতে পারেন সাহাল। মোহনবাগানের লক্ষ্য থাকবে এই ম্যাচে যত বেশি সম্ভব গোলসংখ্যা বাড়িয়ে নেওয়া। তাদের আগামী ম্যাচ ৯ তারিখ ডায়মন্ড হারবার এফসির সঙ্গে।
DURAND CUP 2025
ডুরান্ডে নামছে মোহনবাগান

×
Comments :0