MEDICAL COUNCIL AVEEK DEY

মেডিক্যাল কাউন্সিলে অভিযুক্ত অভীক, ফেরাচ্ছে সরকারই, ক্ষোভ চিকিৎসকদের

রাজ্য কলকাতা

সোমবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ অবস্থানে ডা: উৎপল ব্যানার্জি। ছবি: রবীন গোলদার

আশঙ্কাই সত্যি হলো। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে অংশ নিলেন আরজি কর কাণ্ডে অভিযুক্তরা। 
সোমবার মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে ‘থ্রেট কালচার’-র অন্যতম মাথা বলে পরিচিত অভীক দে। প্রতিবাদী চিকিৎসকরা বলছেন, সরকারের মদতেই ফিরছে থ্রেট কালচারের পাণ্ডারা।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের অন্যতম নেতা ডা: উৎপল ব্যানার্জি বলেছেন, ‘আজই আমরা মেডিক্যাল কাউন্সিলে অবস্থান করি অভিযুক্তদের ফিরিয়ে আনায় বাধা দিতে। সভা ১টা থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক ১০টায় শুরু হয়ে ১১টায় শেষ হয়ে গিয়েছ। এই বৈঠকে যোগ দিয়েছেন অভীক দে। আরজি কর কাণ্ডের পর প্রবল প্রতিবাদের জেরে যাঁকে মেডিক্যাল কাউন্সিল সরাতে বাধ্য হয়েছিল।’’ 
অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসের মতো আর জি কর কাণ্ডে অভিযুক্তদের ফেরানোর আশঙ্কা বারবারই করছিলেন প্রতিবাদী চিকিৎসকরা। ৩০ নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিশদে তা জানান। সেক্ষেত্রে প্রতিবাদ যে তীব্র হবে সেই ঘোষণাও করেছিলেন। আর জি কর কাণ্ডের পর চিকিৎসকদের যৌথ মঞ্চ লাগাতার দুর্নীতি আখড়া রাজ্য মেডিক্যাল কাউন্সিল সাফাই করার লক্ষ্যে একাধিক দফায় বিক্ষোভ দেখিয়েছে। 
সোমবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স  জমায়েত করে বিক্ষোভ দেখিয়েছে। মেডিক্যাল কাউন্সিলকে ডেপুটেশনও দেয়। 
পুলিশ প্রথমে বিক্ষোভ আটকায়, পরে বাধ্য হয়ে কর্মসূচি করতে দেয়। 
ডা: উৎপল ব্যানার্জি বলেন, "অভীক দে. বিরূপাক্ষ বিশ্বাসদের আবার ফিরিয়ে আনার কথা হচ্ছে বলে শুনেছি। তবে এখনো কোনো নোটিস দেখিনি।" 
তিনি আরো বলেন, "এই ফিরিয়ে আনার ব্যাপারটা কোনও নিয়মমাফিক হচ্ছে না। অপসারণও হয়েছে লোক দেখানো। কোনও নোটিশ ছাড়াই তাঁদেরকে আজ মিটিংয়ে ডাকা হয়েছে।’’
এই চিকিৎসক বলছেন, ‘‘আমাদের এখন দু’টি আশঙ্কা। প্রথম, দুর্নীতির সিন্ডিকেট ও থ্রেট কালচারে যারা যুক্ত তাদের পরিকল্পনা মাফিক ফিরিয়ে আনার ব্যবস্থা করছে সরকার। আর দ্বিতীয়, যাঁরা এই থ্রেট কালচারের বিরুদ্ধে কথা বললেন তাঁদের প্রতিহিংসার স্বীকার হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।" 
উল্লেখ্য, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের দুই প্রতিবাদী চিকিৎসককে অন্যত্র বদলি করে দেওয়া হয়। প্রতিহিংসার অভিযোগ তুলে তার বিরুদ্ধেও মেডিক্যাল কাউন্সিলে অভিযান করে জয়েন্ট প্ল্যাটফর্ম। সোমবার রাত আটটাতেও মেডিক্যাল কাউন্সিলের দপ্তরের সামনেই অবস্থান চালিয়ে যাচ্ছেন চিকিৎসক। নাগরিকদের তৈরি ‘অভয়া মঞ্চ’ শামিল রয়েছে প্রতিবাদে।
রাজ্যের ২৪টি মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির সভাপতি পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক অতীন ঘোষ, সুপ্তি পাণ্ডেদের দায়িত্বে আনা হয়েছে। ফলে তৃণমূল নিজের হাতেই রাখল নিয়ন্ত্রণ। 
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। সিবিআই তল্লাশি চালিয়েছে তাঁর বাড়ি ও নার্সিংহোমে।
৯ আগস্ট রাতে ডিউটির পর আরজি কর হাসপাতালে ভোরে দেহ মিলেছিল চিকিৎসক-ছাত্রীর। ঘটনাস্থলে যাঁদের উপস্থিতি ঘিরে প্রবল বিতর্ক, তাঁদেরই অন্যতম অভীক দে। 

Comments :0

Login to leave a comment