মদনপুর স্টেশনে সব ট্রেন দাঁড় করানোর দাবিতে রেল লাইনে অবরোধ করলেন এলাকার নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, সকালের দিকে মদনপুর স্টেশনে সব ট্রেন দাঁড়ায় না। কয়েকটি লোকাল ট্রেন দাঁড়ালেও সকালের দিকে যে গ্যালপিং ট্রেনগুলি থাকে, সেগুলি মদনপুর স্টেশনে দাঁড়ায় না। ফলে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের।
সকাল সাড়ে ৭টা থেকে বিক্ষোভ শুরু হয়। ১২ কোচের ট্রেনের দাবিতেও অবরোধ করেন নিত্যযাত্রী। যাত্রীদের দাবি, অফিসে যাওয়ার সময়ে অবরোধের জেরে শিয়ালদহ মেন শাখায় কাঁকিনাড়া, নৈহাটি, শ্যামনগর, হালিশহর-সহ বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। প্রতিটি ট্রেনই কমপক্ষে ৩০ মিনিট দেরিতে চলতে থাকে।
রেল কর্তৃপক্ষের তরফে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস না দেওয়া হলে, তাঁরা এই অবরোধ চালিয়ে যাবেন বলেও বিক্ষোভকারীরা জানান। এর পর মেমুর পরিবর্তে ১২ বগির লোকাল ট্রেন দেওয়া এবং সমস্ত গ্যালোপিং ট্রেন দাঁড় করানোর মৌখিক প্রতিশ্রুতি দেওয়ায় বেলা ১২:৪৫ নাগাদ ট্রেন অবরোধ ওঠে।
Comments :0