G7

তেলের দামে পশ্চিমেী বাধায় নারাজ, ভারতকে অভিনন্দন রাশিয়ার

জাতীয় আন্তর্জাতিক

রাশিয়া থেকে তেল আমদানিতে দাম বেঁধে দিতে চেয়েছে জি-৭ গোষ্ঠী। ভারত এই সিদ্ধান্তে সহমত না হওয়ায় অভিনন্দন জানালো রাশিয়া। 

পশ্চিমে দেশগুলির গোষ্ঠী জি-৭। এই গোষ্ঠীর যুক্তি অতিরিক্ত দাম নিয়ে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। আন্তর্জাতিক বাজারের প্রবণতা তুলে ধরে সিদ্ধান্তের বিরোধিতা করছে রাশিয়া। 

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বিবৃতিতে বলেছেন, "আন্তর্জাতিক বাজারে এমন নিয়ন্ত্রণের নজির নেই। পরিবহণ এবং সরবরাহের প্রতিটি স্তরে নেতিবাচক প্রভাব পড়ে এমন সিদ্ধান্তে। পশ্চিমের দেশগুলিও রাশিয়ার জ্বালানি নেয়। সরবরাহ কাঠামোয় সমস্যা হলে পশ্চিমের দেশগুলিও সঙ্কটে পড়বে। 

নোভাক শুক্রবার মস্কোয় বৈঠক করেন ভারতের রাষ্ট্রদূত পবন কাপুরের সঙ্গে। সেখানেই সরকারি ভাবে অভিনন্দন বার্তা দেন নোভাক। 

রাশিয়া জানিয়েছে যে ভারত চলতি বছরের প্রথম আট মাসে ১৬৩ লক্ষ টন তেল রাশিয়ার থেকে আমদানি করেছে। এর বাইরে পেট্রোপণ্য রয়েছে। 

রাশিয়ার প্রস্তাব, ভারত সমুদ্র পরিবহণের জন্য বড় পণ্যবাহী জাহাজ নিতে পারে তাদের থেকে। ইউরোপ এবং আমোরিকার নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন আন্তর্জাতিক পণ্য পরিবহণ সংস্থা পিছিয়ে যাচ্ছে। 

Comments :0

Login to leave a comment