WEST BENGAL ELECTION ROUND UP

রাজ্যে ২৯ আসনে তৃণমূল, ১২টিতে বিজেপি, ১ আসনে জয়ী কংগ্রেস

জাতীয় রাজ্য

CPIM TMC BJP AIKS WEST BENGAL PANCHAYAT ELECTION WEST BENGAL POLITICS 2023 BENGALI NEWS

১৩ ঘন্টার বেশি সময় ধরা চলা গণনার পরে সামনে এসেছে পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ লোকসভা নির্বাচনের ফলাফল। ৪২ আসনের মধ্যে ২৯ আসনে জয়ী হয়েছে তৃণমূল। ১২টি আসন পেয়েছে বিজেপি। মালদা দক্ষিণ কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। 

ঈশা খান চৌধুরী ১ লক্ষ ২৮ হাজার ৩৬৮ ভোটে জয়ী হয়েছেন। 

গত লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসনে জিতেছিল বিজেপি। এবার ৬টি আসন হারিয়েছে তারা। অপরদিকে ২২ থেকে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছে ২৯। কংগ্রেসের ২টি আসন কমে হয়েছে ১টি। 

ভোটপ্রাপ্তির নিরিখে তৃণমূল পেয়েছে ৪৫.৭৬ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ৩৮.৭৩ শতাংশ ভোট, এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত ভোট ১১ শতাংশের কিছু বেশি। 

দমদম কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী সুজন চক্রবর্তী ২ লক্ষ ২৯ হাজার ৭৪৪ ভোট পেয়েছেন। কৃষ্ণনগর কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী এসএম সাদী ১ লক্ষ ৮০ হাজার ২০১ ভোট, যাদবপুর কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য পেয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ৭১২ ভোট। অপরদিকে শ্রীরামপুর কেন্দ্রে দীপ্সিতা ধর পেয়েছেন ২ লক্ষ ৩৭ হাজার ৮৮৩ ভোট । 

Comments :0

Login to leave a comment