পহেলগামের সন্ত্রাসবাদী হামলার ঘটনায় যে সব প্রশ্নের জবাব মেলেনি, তা নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশনের দাবি ফের জানালেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। সেখানে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার কোনো ত্রুটি ছিল কি না, তাও আলোচনায় আসা প্রয়োজন বলে জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক। বেবি বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন, জম্মু-কাশ্মীরে সব নিয়ন্ত্রণে আছে কারণ সন্ত্রাসবাদ নির্মূল করা হয়েছে। এখন পহেলগামে যখন এমন ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটেছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে দেশকে ব্যাখ্যা দিতে বাধ্য। বুধবার সিপিআই (এম) তেলেঙ্গানা রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বেবি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফের এই দাবি জানান। বেবি এর আগেই সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন।
মার্কিন রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির যে বিবৃতি দিয়েছেন, সেই প্রসঙ্গ টেনে এনে বেবি বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কথা দুনিয়া জেনেছে ওই দুই দেশের নেতাদের থেকে নয়, মার্কিন রাষ্ট্রপতির থেকে। যদিও বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়ে ছিলেন, পাকিস্তানের ডিজিএমও-র থেকে সংঘর্ষ বিরতির প্রস্তাব এসেছে। এই সংঘর্ষ বিরতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল কি না, সেই প্রশ্নের জবাব মেলেনি এখনও। সেই কারণেই আমরা সংসদের বিশেষ অধিবেশনের কথা বলছি, যাতে পহেলগাম সংক্রান্ত বিষয়ে আলোচনা করা যায়। সংসদে পহেলগাম সংক্রান্ত বিষয়ে অবশ্যই আলোচনা হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
সংঘর্ষের অবসানের জন্য ভারত-পাকিস্তান যে সমঝোতায় পৌঁছেছে তাকে সিপিআই(এম) স্বাগত জানাচ্ছে বলে জানান বেবি, কিন্তু ভারতকে অবশ্যই পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ রাখতে হবে যাতে তারা নিজেদের সন্ত্রাসবাদ থেকে বিচ্ছিন্ন করে। বেবি এদিন ফের জোরের সঙ্গে বলেন, পহেলগামে যারা সন্ত্রাসবাদী হামলা করেছে তাদের ভারতের হাতে তুলে দেওয়ার জন্য অবশ্যই পাকিস্তানের উপরে চাপ দিতে হবে কেন্দ্র সরকারকে। যদি তারা পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীরে থেকে থাকে।
উল্লেখ্য, সিপিআই (এম) সাধারণ সম্পাদক সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানান। শুধু বিশেষ অধিবেশনই নয়, প্রধানমন্ত্রী মোদীকে সংসদে উপস্থিত থেকে ভারতের অবস্থান কী, তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এর আগে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে ছিলেন সিপিআই(এম) সংসদীয় দলনেতা জন ব্রিটাসও। চিঠিতে বেবি বলেন, ২২ এপ্রিল নিরীহ ভারতবাসীর ওপর সন্ত্রাসবাদীদের নৃশংস হামলা গোটা দেশের বিবেককে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। এমন ঘটনার পরেও ভারতের সমস্ত স্তরের নাগরিকরা যে ভাবে ঐক্যবদ্ধ থেকেছে, তা অত্যন্ত শক্তিশালী এবং অমূল্য শক্তি হিসাবে দেখা উচিত। এই ধরনের সংহতির জোরকে কাজে লাগিয়েই দেশের অভ্যন্তরে কিংবা বাইরের সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের বিচ্ছিন্ন করা উচিত। এ কথা বলার সঙ্গেই এই সময়কালে যে ধরনের বিদ্বেষ এবং যুদ্ধোন্মাদনা ছড়ানো হয়েছে, তা নিয়ে চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন বেবি। তিনি বলেছেন, অত্যন্ত খেদের বিষয় হলো, এই ধরনের সর্বব্যাপী ঐক্যকে খর্ব করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে বিষাক্ত বিদ্বেষ এবং যুদ্ধোন্মাদনা প্রচারের পাশাপাশি সংবাদ মাধ্যমের একাংশ ও সমাজ মাধ্যমের কিছু অংশের মিথ্যা তথ্য প্রচারের মধ্য দিয়ে। এই ধরনের প্রচার জনগণের মধ্যে বিভ্রান্তির পাশাপাশি উত্তেজনাও তৈরি করেছে। মার্কিন রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে চিঠিতে তিনি বলেছিলেন, ভারত-পাকিস্তানের আগেই কীভাবে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি? আমাদের দেশের একটা স্পষ্ট গ্রহণযোগ্য নীতি হলো, কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই বিতর্কের দ্বিপাক্ষিক মীমাংসা। ফলে এই ব্যাপারে সরকারের সর্বোচ্চ স্তর থেকে স্পষ্ট এবং কর্তৃত্বপূর্ণ ব্যাখ্যার দাবি করছে এই পরিস্থিতি। এ কারণেই সংসদের বিশেষ অধিবেশন ডেকে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে এই সব প্রশ্নে ভারতের অবস্থান স্পষ্ট করুন বলে চিঠিতে দাবি জানান সিপিআই (এম) সাধারণ সম্পাদক। এদিন ফের তিনি সেই কথা বলেছেন।
এদিকে সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য দলীয় মুখপত্র বলেছেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং শীর্ষ মার্কিন আধিকারিকরা সংঘর্ষ বিরতি নিয়ে যে দাবি করছেন, মোদী তা নিয়ে এখনও প্রকটভাবে নীরব রয়েছেন। তিনি বলেছেন, আমরা মনে করি এই নিয়ে সংসদের বিশেষ অধিবেশন অত্যন্ত জরুরী। পহেলগামে যাদের জীবন গেছে আর অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের সেনাবাহিনীর ছোঁড়া গোলাগুলিতে যে জওয়ানদের প্রাণ গেছে, তাদের সবার জীবনই আমাদের কাছে মূল্যবান। সাপ্তাহিক মুখপত্রে দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন, পহেলগামের ঘটনার পর থেকে বহু প্রশ্নের জবাব মেলেনি এখনও। সেই কারণেই সংসদে আলোচনা প্রয়োজন।
M A BABY
কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূলের দাবি করা শাহকে এখন ব্যাখ্যা দিতে হবে দেশকে: বেবি

×
Comments :0