Accident In Birbhum

বাইক ও মটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত দুই

জেলা

বাইক ও মটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন বর ও তাঁর বন্ধু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উম্মরপুর-মুরারই রাজ্য সড়কের বর্ষাপুকুর মোড়ে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মৃত ওই দুই যুবকের নাম বাবের শেখ(২৫) পাইকর থানার বর্ষাপুকুর একালার বাসিন্দা। আরেকজনের নাম দাবির শেখ(৪০)। লক্ষীডাঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার বাবের শেখের বিয়ে হয় উমরপুরে। নববধূকে বাড়ি এনেই সন্ধ্যা সাতটা নাগাদ বিশেষ কোন কাজে বাইকে দাবির শেখকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায় বাবের শেখ। বাড়ি থেকে কিছুটা দূরে পথে তাদের বাইকের সঙ্গে মটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। ঘটনায় মটর ভ্যানচালক চালক সহ চারজন গুরুত্বর জমখ হন। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদেহ দুটি থানায় নিয়ে আসে পাইকর থানার পুলিশ। জানা গেছে আহতদের বাড়ি লক্ষীডাঙ্গা গ্রামে।
দুর্ঘটনায় বরের মৃত্যু ঘিরে পরিবারে ও সারা গ্রামে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। বিয়ের রাতেই দুর্ঘটনায় বরের যে ভাবে মৃত্যু হবে এটা কেউ কল্পনাও করেনি। বিয়ের অনুষ্টানে বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম ছিল। শুক্রবার বৌভাতের তোড়জোড় চলছিল। ঘটনায় গোটা এলাকা ও পরিবারের শোকের আবহ তৈরি হয়েছে। 

Comments :0

Login to leave a comment