dk shivkumar

শিবকুমারের বিরুদ্ধে চলবে না কোন সিবিআই তদন্ত, পাশ সরকারের

রাজ্য

কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে সিবিআই তদন্ত প্রত্যাহার করার প্রস্তাব পাশ করিয়েছে রাজ্যের কংগ্রেস সরকার। রাজ্য সরকারের এই প্রস্তাব পাশ হওয়ায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শিবকুমারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে তদন্ত চালাচ্ছিল সিবিআই। সেই তদন্ত পূর্বের বিজেপি সরকারের সময় শুরু হয়। সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যা রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই তদন্ত করাচ্ছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অনৈতিক বলে আক্রমণ করেছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি কথায়, ‘মুখ্যমন্ত্রীর উচিত ক্যাবিনেটের এই সিদ্ধান্ত প্রত্যাহার করার। পাশাপাশি শিবকুমারের আইনের ওপর ভরসা রাখা উচিত।’ জেডিএস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীও রাজ্য সরকারকে একি ভাবে আক্রমণ করেছেন।

কংগ্রেস নেত্রী এবং কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্কা খাড়গে সংবাদমাধ্যমকে জানিয়েছন যে, ‘বিজেপি রাজনৈতিক উদেশ্য নিয়ে শিবকুমারের বিরুদ্ধে এই তদন্ত শুরু করেছিল। শিবকুমারের সম্পত্তির বিষয় যেই প্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ন গুজব।’ রাজ্য সরকারের কথায় তারা আিন মেনেই শিবকুমারের বিরুদ্ধে চলতে থাকা সিবিআই তদন্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। 

Comments :0

Login to leave a comment