USA mid term election

হাড্ডাহাড্ডি লড়াই আমেরিকার ‘মিড টার্ম’ ভোটে

আন্তর্জাতিক

অনুমান মিলিয়ে আমেরিকান কংগ্রেসের দুই কক্ষের ভোটেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মঙ্গলবার মার্কিন মিড টার্ম বা রাষ্ট্রপতির মেয়াদের ঠিক মাঝামাঝি সময়ের নির্বাচন ঘিরে আগ্রহ রয়েছে সারা বিশ্বেই। আমেরিকার সংবাদমাধ্যম জানাচ্ছে যে কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে প্রায় সমান আসনে এগিয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ আসনের বিচারে ব্যবধান খানিক বেশি বাড়িয়ে নিতে পারে রিপাবলিকানরা। 

এখন দুই কক্ষেই সামান্য হলেও গরিষ্ঠতা রয়েছে ডেমোক্র্যাটদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যদিও প্রায় সব মিড টার্ম ভোটে ক্ষমতাসীনরা আসন খুইয়েছেন। ‘মিড টার্ম’ বলা হয় কারণ মার্কিন রাষ্ট্রপতির চার বছরের মেয়াদ। রাষ্ট্রপতি নির্বাচনের দু’বছরের মাথায় হয় এই ভোট। তবে গরিষ্ঠতা হারালে প্রশাসন চালাতে যে সমস্যা হবে স্বীকার করেছেন রাষ্ট্রপতি জো বাইডেন। বিবিসি’র অনুমান, সেনেটে ডেমোক্র্যাটরা পাবে ৪৮ আসন, রিপাবলিকানরা ৪৭। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ১৯৮ আসনে এগিয়ে রিপাবলিকানরা। ১৭৩টিতে এগিয়ে ডেমোক্র্যাটরা। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫ আসনের সব ক’টিতেই ভোট নেওয়া হয়েছে। সেনেটের ১০০ আসনের মধ্যে ৩৫ আসনে ভোট। তা ছাড়াও দেশের ৫০টি প্রদেশের মধ্যে ৩৬টি প্রদেশের গভর্নরও নির্বাচিত করবেন আমেরিকার জনগণ। 

চড়া হারে মূল্যবৃদ্ধি, অভিবাসন, বাড়তে থাকা হিংসার মতো বিষয়গুলিতে ক্ষোভের মুখে পড়ছে রাষ্ট্রপতি জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমেক্র্যাটরা। এই বিষয়গুলি পক্ষে যাবে ধরেই প্রচার চালিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি। তবে গত জুনে দেশের সুপ্রিম কোর্ট গর্ভপাতের অধিকারের বিপক্ষে রায় দেয়। নারী অধিকারের পক্ষে অবস্থানের কারণে ভোটে সুবিধা মিলতে পারে বলে আশাবাদী বাইডেন শিবির। উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস প্রচারে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছেন। 

ট্রাম্প শিবিরের মূল ভিত্তি কম আয়ের শ্বেতাঙ্গ শ্রমজীবীদের সমর্থন। ট্রাম্পের সময়ে রিপাবলিকান পার্টি অতি দক্ষিণপন্থী অবস্থান নিয়েছে। সমর্থনের জন্য অভিবাসী এবং অন্য দেশ থেকে আসা মার্কিন নাগরিকদের বিরুদ্ধে প্রচার চালিয়েছে। দুই দলের মূল অর্থনৈতিক চরিত্রে যদিও ফারাক সামান্যই। 

সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, গভর্নর নির্বাচনে ট্রাম্পের অনুগামীরা এগিয়ে থাকলেও কংগ্রেসের দুই কক্ষের আসনগুলিতে অনুমান মিলছে না।   

Comments :0

Login to leave a comment