জম্মু ও কাশ্মীরের মানুষ প্রশ্ন করবে কাকে? কার কাছে জবাবদিহি চাইবে এত বড় ঘটনার পর?
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর বিধানসভায় এই প্রশ্ন তুলেছেন সিপিআই(এম) বিধায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ ইউসুফ তারিগামি।
পহেলগামের হামলার ঘটনাকে কেন্দ্র করেই গত সোমবার অধিবেশন হয়েছে বিধানসভায়। সব দলের সদস্যরা একসঙ্গে কড়া নিন্দা জানিয়েছেন হামলার। সেই মর্মে পাশ হয়েছে প্রস্তাবও।
এই অধিবেশনেই নিজের হতাশা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ৩৭০ ধারা বাতিলের পাশাপাশি পূর্বতন জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। প্রথমবার কোনও পূর্ণ রাজ্যকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। সুরক্ষা সংক্রান্ত বন্দোবস্তের নিয়ন্ত্রণও কেন্দ্রীয় সরকারের হাতে। সুপ্রিম কোর্টের নির্দেশিকার জেরে রাজ্যে বিধানসভা নির্বাচন হলেও সুরক্ষা বন্দোবস্তে মুখ্যমন্ত্রী বা তাঁর ভূমিকা নেই।
তারিগামি বিধানসভায় বলেছেন, ‘‘ওমর আমদুল্লাকে প্রশ্ন করতে চেয়েছিলাম কী ক’রে হলো, কেন হলো। কিন্তু দুঃখের কথা যে তিনি সেই দায়িত্ব নেওয়ার জায়গায় নেই। ’’ তিনি বলেছেন, ‘‘যে সন্ত্রাসবাদ দেশকে বিপন্ন করছে, জম্মু-কাশ্মীরকে বিপন্ন করছে, তাকে প্রতিরোধ করার দায়িত্ব রয়েছে আমাদের।’’
এরপরই তারিগামি মুখ্যমন্ত্রীকে বলেছেন, ‘‘আপনি বিধানসভার অধিবশন ডেকেছেন। কিন্তু যাদের হাত জম্মু ও কাশ্মীরের সুরক্ষা বন্দোবস্ত তাদের ডাকেননি। তাদেরও ডাকা দরকার ছিল। জানতে চাই, আমার কারও প্রাণ গেলে কার কাছে জবাবদিহি চাইব।’’
তিনি বলেছেন, ‘‘সংবাদমাধ্যম তো বলে চলেছে ধর্ম বিপন্ন। বিপদে ধর্ম পড়েনি। বিপদে পড়েছে দেশের মানুষ, জম্মু ও কাশ্মীরের মানুষ।’’
কেন্দ্রের উদ্দেশ্যেই তিনি বলেন, ‘‘আমার গলার স্বর দিল্লি পর্যন্ত পৌঁছাবে কিনা জানি না। যদি পৌঁছায়, বলব যে এখনও অনেক কাজ বাকি রয়েছে। জম্মু ও কাশ্মীরের মানুষকে দেশের মূলস্রোতে যুক্ত করতে হবে। তা না হলে আজকের সময়ে প্রয়োজন অনুযায়ী কাজ করা যাবে না।’’
তিনি বলেছেন, ‘‘আমাদের জম্মু ও কাশ্মীরের যে ছেলেমেয়েরা বিভিন্ন কাজে বাইরের রাজ্যে রয়েছে, তাদের দায়িত্ব দেশের। দায়িত্ব প্রতিটি রাজ্যের সরকারের।’’
Yousuf Tarigami
জম্মু-কাশ্মীরের মানুষ জবাব চাইবে কার কাছে, বিধানসভায় তারিগামি

×
Comments :0