Citizenship amendment act

মতুয়া মন পেতে ফের সিএএকে হাতিয়ার করছে বিজেপি

জাতীয় রাজ্য

লোকসভা ভোটের আগে ফের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মুখে শোনা গেলো সিএএ প্রসঙ্গ। সোমবার বনগাঁর বিজেপি সাংসদ দাবি করেছেন যে আগামী সাতদিনের মধ্যে সিএএ চালু করা হবে গোটা দেশে। 
এরাজ্যের আরও এক বিজেপি সাংসদ তথা কেন্দ্রীব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীশীথ প্রামানিকের মুখেও এই কথা শোনা গিয়েছিল। তবে তিনি দাবি করেছিলেন যে চলতি বছর সিএএ চালু করা হবে। 
প্রসঙ্গত, ভারতের প্রতিবেশী দেশগুলি থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিষ্টানদের সিএএ’র মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। কেন্দ্রের বক্তব্য, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে আশ্রয় নেওয়া এই পর্যায়ভুক্ত সমস্ত মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। 
সিএএ ইস্যুকে সামনে রেখে ২০১৯ সালের নির্বাচন লড়েছিল বিজেপি। মতুয়াদের একটা বড় অংশের ভোট পায় বিজেপি। কিন্তু পাঁচ বছর এই নিয়ে কোন কথা বলা হয়নি বিজেপির পক্ষ থেকে। সামনে লোকসভা নির্বাচন তাই ফের নতুন করে এই জিগির তারা তুলতে চাইছে বলে অনেকে মনে করছেন।
উল্লেখ্য ২০০৩ সালে বিজেপি দেশের নাগরিকত্ব আইন সংশোধন করে। সেই কাজের অংশীদার ছিলেন মমতা ব্যানার্জি।

Comments :0

Login to leave a comment