POETRY / SUBRATA CHOWDHURY / NAZRUL / MUKTADHARA / 26 MAY 2025 / 3rd YEAR

কবিতা / সুব্রত চৌধুরী / নজরুল / মুক্তধারা / কবিপক্ষ - ২৬ মে ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  SUBRATA CHOWDHURY  NAZRUL  MUKTADHARA  26 MAY 2025  3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

নজরুল 
 

অষ্টপদ মালিক

কবিপক্ষ - ২৬ মে ২০২৫ / বর্ষ ৩

জন্মদিনে প্রাণের কোণে
দ্রোহের মাদল বাজে,
পূণ্যভূমি চুরুলিয়া
ফুলে ফুলে সাজে ।
তোমার লেখায় আঘাত হানি
বিভেদেরই মূলে,
সাম্যের বাগে সৌরভ ছড়ায়
সম্প্রীতিরই  ফুলে।
তোমার লেখায় লাগে দোলা 
শোষিতেরই  রক্তে,
থরো থরো কাঁপন লাগে 
শোষকেরই তক্তে।
তুমি আছো বেঁচে আজও 
চেতনারই বোধে,
তোমার মন্ত্রে মেতে থাকি 
অসুরতা  রোধে।
——————————
ঠিকানা- আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র 

Comments :0

Login to leave a comment