কবিতা
মুক্তধারা
নজরুল
অষ্টপদ মালিক
কবিপক্ষ - ২৬ মে ২০২৫ / বর্ষ ৩
জন্মদিনে প্রাণের কোণে
দ্রোহের মাদল বাজে,
পূণ্যভূমি চুরুলিয়া
ফুলে ফুলে সাজে ।
তোমার লেখায় আঘাত হানি
বিভেদেরই মূলে,
সাম্যের বাগে সৌরভ ছড়ায়
সম্প্রীতিরই ফুলে।
তোমার লেখায় লাগে দোলা
শোষিতেরই রক্তে,
থরো থরো কাঁপন লাগে
শোষকেরই তক্তে।
তুমি আছো বেঁচে আজও
চেতনারই বোধে,
তোমার মন্ত্রে মেতে থাকি
অসুরতা রোধে।
——————————
ঠিকানা- আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
Comments :0