২০২৪ এর লোকসভা নির্বাচনে স্টালিনের ডিএমকে এবং কংগ্রেসকে সমর্থন করেছিল কমল হাসানের দল। রাজ্যের ৩৯টি আসনের মধ্যে সব আসনে জয়ী হয় এই জোট। লোকসভা নির্বাচনে হাসানের দলের সমর্থনের কথা মাথায় রেখেই একটি আসন ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে।
এদিন স্টালিন মন্ত্রিসভার সদস্য পিকে সিকার বাবু কমল হাসানের সাথে তার বাসভবনে দেখা করেন। জানান মুখ্যমন্ত্রী স্টালিনের বার্তা। দুজনের এই বৈঠকের পরই কমল হাসানের দলের পক্ষ থেকে তার নাম রাজ্যসভার প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়। আগামী ১৯ জুন তামিলনাড়ুর রাজ্যসভার আসন গুলোর জন্য হবে ভোটগ্রহন।
আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন তার আগে কমল হাসানকে রাজ্যসভার প্রার্থী করা বিজেপি বিরোধী জোটকে শক্তিশালি করার যে একটা বার্তা তা মনে করছে রাজনৈতিক মহল।
Comments :0