'ONE VOTE' CONGRESS

‘এক দেশ, এক ভোট’ ধারণাই বাতিল করা জরুরি, কমিটিকে চিঠি কংগ্রেসের

জাতীয়

শক্তিশালী গণতন্ত্রের স্বার্থে ‘এক দেশ, এক ভোট’-র মতো অগণতান্ত্রিক ধারণা  বাতিল হওয়া জরুরি। শুক্রবার এই মতামত জানিয়েছে কংগ্রেস। এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মত জানিয়ে চিঠি পাঠিয়েছেন সংশ্লিষ্ট কমিটিতে।  

প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে ‘এক দেশ, এক ভোট’ চালু করার জন্য কমিটি গড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কমিটি বিভিন্ন রাজনৈতিক দলকে মতামত জানানোর জন্য চিঠি পাঠিয়েছে। কংগ্রেস বলেছে, এই উচ্চপর্যায়ের কমিটি বাতিল করা উচিত। 

সারা দেশে এক সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন করানোর ধারণা প্রয়োগ করতে এই কমিটি গড়েছে কেন্দ্র। লোকসভার সঙ্গে সব বিধানসভার নির্বাচন করাতে হলে কিছু রাজ্যে বিধানসভা ভেঙে দিতে হবে। আবার কিছু রাজ্য, যেখানে লোকসভা ভোটের আগেই বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, সেখানে বাড়াতে হবে বিধানসভার মেয়াদ।

খাড়গে কোবিন্দকে উদ্দেশ্য করেই লিখেছেন, ‘‘খরচ বাঁচানোর যুক্তি দিয়ে এই পদ্ধতি চালু করার কথা বলা হচ্ছে। এই যুক্তি হাস্যকর। নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাজেট থেকে গত পাঁচ বছরে মোট বরাদ্দের মাত্র ০.০২ শতাংশ খরচ হয়েছে।’’ 

কমিটির সদস্য বাছাই নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি। তাঁর ক্ষোভ, একটি নির্দিষ্ট মতের পক্ষে রয়েছেন যাঁরা, কমিটির সদস্য করা হয়েছে তাঁদেরই।’’ কোবিন্দকে উদ্দেশ্য করে খাড়গে বলেছেন, ‘‘দেশের সংবিধান এবং সংসদীয় গণতন্ত্রকে অন্তর্ঘাত করতে এই পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের সরকার। প্রাক্তন রাষ্ট্রপতির মর্যাদাকে ব্যবহার করে সেই অভিমুখে এগতে দেবেন না।’’ 

গত ১৮ অক্টোবর কমিটি রাজনৈতিক দল এবং নাগরিকদের মতামত পাঠানোর জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। কড়া সুরে কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘‘সরকার, সংসদ এবং নির্বাচন কমিশনের কাজ হলো জনতার রায় যাতে মর্যাদা পায় তা নিশ্চিত করা, সমান্তরাল নির্বাচন প্রক্রিয়ার মতো অগণতান্ত্রিক ধারণা ছড়িয়ে জনতার নজর ঘোরানো নয়।’’

গত ৭ জানুয়ারি এই উচ্চপর্যায়ের কমিটিকে চিঠি দিয়ে ‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাবের বিরোধিতা করেছে সিপিআই(এম)। পার্টির পক্ষে কমিটিকে বলা হয়েছে যে এই ধারণা একেবারেই অগণতান্ত্রিক। সংবিধানের অন্যতম ভিত্তি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতিকেই অগ্রাহ্য করে এই ধারণা।        

Comments :0

Login to leave a comment