নেট বাতিল করলেও নিট বাতিল করছে না সরকার। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন কেন্দ্রীয় সরকার নিট পরীক্ষা কোন ভাবে বাতিল করবে না। তার যুক্তি এই পরীক্ষা বাতিল করলে যেই সব পরীক্ষার্থীরা সঠিক উপায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তারা ক্ষতির সম্মুখীন হবেন। তিনি আরও বলেছেন যে বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টের বিচারধীন সেই ক্ষেত্রে আদালত যা সিদ্ধান্ত নেবে তা মেনে নেবে সরকার।
সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দেখা যায় যে ৬৭ জন পড়ুয়া ৭২০ নম্বর পেয়েছে। এনটিএ’র পক্ষ থেকে দাবি করা হয় যে ভুল প্রশ্ন থাকায় গ্রেস নম্বর দেওয়ায় এই ঘটনা ঘটেছে।
৫ মে এনটিএ পরিচালিত এই পরীক্ষায় গোটা দেশে ২৪ লক্ষ পড়ুয়া পরীক্ষা দেন। ৪ জুন ফল প্রকাশের পর অভিযোগ ওঠে যে, প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীকে ‘গ্রেস’ নম্বর দেওয়া নিয়ে। তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেভাবে এই পদধতি ব্যবহার করা হয়েছে তা নিয়ে সরব ছাত্রছাত্রীরা। প্রশ্নপত্র দেওয়ার দিন কয়েকটি কেন্দ্রে গরমিলের অভিযোগ রয়েছে।
ইউজিসি নেট পরীক্ষার দুর্নীতিকে কেন্দ্র করে চাপের মুখে এনটিএ’র দিকে দায় ঠেলেছে ধর্মেন্দ্র প্রধান। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন প্রশ্ন ফাঁস হওয়া এনটিএ’র প্রাতিষ্ঠানিক ব্যার্থতা।
তিনি বলেন, সরকার এজেন্সির কার্যকারিতা খতিয়ে দেখার জন্য একটি প্যানেল গঠন করবে, কিন্তু মন্ত্রীর দাবি ওই পরীক্ষা বাতিল করার দরকার ছিল না।
ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন যে তার মন্ত্রকের পক্ষ থেকে বিহার পুলিশের সাথে সব সময় যোগাযোগ রাখা হচ্ছে। তিনি জানিয়েছেন গোটা বিষয়টি খতিয়ে দেখার পর সরকার যথাযত পদক্ষেপ নেবে।
Dharmendra Pradhan
নিট পরীক্ষা বাতিল করবে না সরকার : ধর্মেন্দ্র প্রধান
×
Comments :0