INDIA VS AUSTRALIA

বাইশ গজের মহাযুদ্ধ, স্বপ্ন ছোঁয়ার প্রাক-মুহূর্ত

খেলা

cricket world cup pakistan new zealand india australia indian cricket sports bengali news

শুভঙ্কর দাস 

 

আর মাত্র কয়েকঘন্টা পরেই বাইশ গজের মহাযুদ্ধ, বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। আহমেদাবাদে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া।

ইতিমধ্যেই উত্তেজনার আঁচে গা সেঁকতে শুরু করেছেন আপামর ক্রিকেটপ্রেমীরা। টিম ইন্ডিয়া কি পারবে ২০০৩ সালের ফাইনাল হারের বদলা নিতে? উত্তর দেবে সময়।

এই মেগা ফাইনালের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ দিকে নজর দিতেই হবে। যেমন ভারতের ব্যাটিং লাইনআপ। এখনও পর্যন্ত গোটা প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। টপ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটসম্যানরা চাপ সামলে নিজেদের সেরা পারফরম্যান্সটাই করে দেখিয়েছেন। সর্বোপরি নিজেদের প্রমাণ করতে পেরেছেন।

কিন্তু লোয়ার অর্ডার সেইভাবে পরীক্ষিত নয়। তবে বোলিং বিভাগ মারাত্মক শক্তিশালী জায়গায় রয়েছে। সবথেকে বড় বিষয় রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ, এই নামগুলোই যথেষ্ট। কারণ, প্রত্যেকেই যেকোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন।

অন্যদিকে রয়েছে সেই অস্ট্রেলিয়া, ক্রিকেটীয় মস্তিষ্কের দিক থেকে বিভিন্ন সময় যাঁরা বাজিমাত করেছেন। সেইসঙ্গে ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রেভিস হেড, স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, ইংলিশ, হ্যাজেলউড এবং ল্যাবুসাং সহ গোটা দল চূড়ান্ত ফর্মে রয়েছে। তাছাড়া অস্ট্রেলিয়া দলের টপ অর্ডার, মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার, এই তিনটি বিভাগই সফলভাবে পরীক্ষিত।

স্বভাবতই, এই ম্যাচটি যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ভারতীয় দলের টিম কম্বিনেশন দুর্দান্ত জায়গায় রয়েছে।  ফলে উপযুক্ত সিদ্ধান্ত এবং সঠিক ক্রিকেট বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ম্যাচ বের করে আনার দক্ষতা টিম ইন্ডিয়ার রয়েছে।

Comments :0

Login to leave a comment