Himachal vote

হিমাচল ভোট, বিকেল ৫টা প্রযন্ত পড়ল ৬৫.৯৫% ভোট

জাতীয়

শনিবার হিমাচল প্রদেশের ৬৮ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়। কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত ২০১৭’র তুলনায় কম ছিল ভোটের হার। মাত্র ৬৫.৯৫% ভোট পড়েছে ভোট। গতবার প্রায় ৭৪.৬% ভোট পড়েছিল সে রাজ্যে। যদিও এখনও বহু কেন্দ্রের চলছে ভোট গ্রহন প্রকৃয়া। আগামী ৮ ডিসেম্বর প্রকাশিত হবে ফলাফল। মোট ৪২১ জন প্রার্থী নির্বাচনে লড়াই করেছেন। সে রাজ্যে ভোটারের সংখ্যা প্রায় ৫৫ লক্ষ। 


সে রাজ্যের ক্ষমতায় বর্তমানে বিজেপি থাকলেও প্রতিদ্বন্দিতার জায়গায় রয়েছে সিপিআই(এম)। কৃষক থেকে বেকার যুবক-যুবতী এমনকি সরকারি কর্মী সহ সাধারণ মানুষের যথেষ্ট ক্ষোভ রয়েছে সে রাজের বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। মুল্যবৃদ্ধি, আপেল চাষের সরঞ্জামের আকাশ ছোঁয়া দাম, রাজ্য সরকারী চাকরির ক্ষেত্রে পুরনো পেনশন ব্যবস্থা তুলে দেওয়ার মতো বিষয় নিয়েই রয়েছে সাধারণ মানুষের ক্ষোভ। কর্মসংস্থানের অভাব আর বেকার্ত্মও একটি বড় বিষয় রয়েছে চলতি নির্বাচনে। আর এই সবকেই হাতিয়ার করে ভোটের ময়দানে নেমেছে বিরোধীরা। সিপিআই(এম) ছাড়াও লড়াইতে রয়েছে কংগ্রেস। যদিও হিমাচলে ফের ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। বারবার ছুটে যেত দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই ডবল ইঞ্জিনের সরকারের বার্তাই তিনি দিয়ে গেছেন।

Comments :0

Login to leave a comment