Bengal Panchayat Election

তৃণমূল-বিজেপি ছেড়ে বাম প্রার্থীদের প্রচারে তপনের শতাধিক গ্রামবাসীর

জেলা

Bengal Panchayat Election ক্যাপশান- দক্ষিণ দিনাজপুরের তপনের আউটিনা পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপি ছেড়ে লাল ঝান্ডায় সামিল শতাধিক গ্রামবাসী। অপূর্ব মন্ডল।


পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদে তৃণমূল ও বিজেপি ছেড়ে লাল ঝান্ডার প্রতি আস্থা জানালো শতাধিক গ্রামবাসী তপনের নারিকাজোর গ্রামে বুধবার বাম প্রার্থীদের প্রচারের মধ্যেই। গরিব মানুষ আবাস যোজনার ঘর পায়নি বরং শাসক দলের সমর্থিত বিত্তশালীদের নাম তালিকায় আছে ক্ষোভ জানালেন গ্রামবাসী ধলা সিং, মার্তুজ মন্ডল, কছিমুদ্দিন মন্ডল সহ অন্যান্য গ্রামবাসিরাও বাম প্রার্থীদের কাছেই। তাঁরা সবার সামনে আবাস যোজনার দুর্নীতির বহু তথ্য  দেন। গ্রামবাসী কার্তিক সিং,অনিল সিং, দিপক সিং সহ অন্যান্যরা বলেন, একশো দিনের কাজ, বৃদ্ধ ও অসহায়দের ভাতা সহ রাস্তা ঘাট নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে তৃণমূলের আমলে। তারা বাম প্রার্থীদের হাতে সংশ্লিষ্ট বহু তথ্যও তুলে দেন এদিনের প্রচার সভায়।  বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আউটিনা পঞ্চায়েতের নারিকাজোর গ্রামে পঞ্চায়েত সমিতির সিপিআই(এম) মনোনিত বাম প্রার্থী দিলিপ বিশ্বাস, জিটিহার সংসদের বাম প্রার্থী চায়না মুর্মু প্রচারে নামলে অন্তত শতাধিক গ্রামবাসী তৃণমূল ও বিজেপি দল ছেড়ে  বামেদের সমর্থনে প্রচারে রাস্তায় নামেন। 

বামপ্রার্থী দিলিপ বিশ্বাস বলেন, গ্রামের গরিব মানুষদের সাথে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বঞ্চনা করেছে। গত ভোটে জিতে শাসক দলের প্রতিনিধিরা গ্রামের সাধারণ মানুষের জন্য কোন কাজ করেনি তাদের সাথে যোগাযোগও রাখেনি। তাঁর অভিযোগ গত পাঁচ বছরে পঞ্চায়েতের গ্রামসভাও হয়নি। এদিন গ্রামবাসীরা ক্ষোভের সঙ্গে বলেই ফেললেন তাদের জানানোই হয়নি পাঁচ বছরে পঞ্চায়েতে কি কাজ হলো কতই বা খরচ হলো। গ্রামবাসী আজাদ মন্ডল, জাহাঙ্গীর মন্ডল সহ অন্যান্যরা বলেন, আমরা এবার বাম প্রার্থীদের সঙ্গে আছি। এদিন বাম প্রার্থী চায়না মুর্মু বলেন, আমরা আগামি পঞ্চায়েত গড়তে বিপুল সারা পাচ্ছি। তিনি বলেন গ্রামের বাসিন্দাদের মতামত নিয়েই আগামীতে পঞ্চায়েতের প্রকল্পের কাজ হবে।

Comments :0

Login to leave a comment