ক্লাসে ক্লাসে বসল স্মার্ট টিভি। তাতে যুক্ত হয়েছে ইন্টারনেট সংযোগ। দেওয়ালে দেওয়ালে সেজে উঠেছে আনন্দদায়ক পাঠদানের নানান নমূনা এবং তার সাথে গোট বিদ্যালয়ের প্রতি কোনার উপর নজরদারি রাখার জন্য বিদ্যালয় চত্বর মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়।
শুনলে নিশ্চিতভাবেই মনে হবে, শহরের কোনও বিপুল ব্যয়ের বিনিময়ে পড়াশুনা করা কোনও ঝাঁ চকচকে বেসরকারি বিদ্যালয়ের বিবরণ এটি। কিন্তু না। এমনই এক অভিনবত্ব দিনের আলো দেখেছে প্রত্যন্ত গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ে। উদ্যোগ বিদ্যালয়ের সাথ শিক্ষক শিক্ষিকার। যারা স্কুল সাজাতে নিয়েছেন একের পর এক পরিকল্পনা। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার মানুষ। তাই তো যখন সরকারি ক্ষেত্রে পড়ুয়ার সংখ্যা উদ্বেগজনকভাবে কমছে তখন গ্রামীণ এই স্কুলটির পড়ুয়ার সংখ্যা বাড়তে বাড়তে ছুঁয়েছে ৪৮০ তে। সিউড়ি কেন্দ্রীয় চক্রের অধীন কাঁখুড়িয়া প্রাথমিক বিদ্যালয় শিক্ষাচর্চার মানচিত্রে নিশ্চিতভাবেই দখং করেছে এক উজ্জ্বল স্থান। সেই স্কুলেই স্মার্ট ক্লাস, ডিজিটাল শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের অতন্দ্র তত্ববধান ব্যবস্থা বিদ্যালয়ের সাফল্যের তালিকায় যোগ করেছে আরও এক পালক। সেই ব্যবস্থার উদ্বোধন হয়েছে শিক্ষক দিবসের দিনে। উদ্বোধন করেছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি প্রলয় নায়েক। ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু বিশ্বাস, শিক্ষক সুদীপ মাহাতো প্রমুখরা।
Smart Classroom
শিক্ষক দিবসে গ্রামীণ প্রাথমিক স্কুলে শিক্ষকদের উদ্যোগে শুরু স্মার্ট ক্লাস
×
Comments :0