Jalpaiguri AILU

হাইকোর্টে আইনজীবীদের হেনস্তার প্রতিবাদ জলপাইগুড়িতেও

রাজ্য জেলা

কলকাতা হাইকোর্টের পাশাপাশি জলপাইগুড়ি জেলা আদালতেও আইনজীবীদের হেনস্তার প্রতিবাদ হয়েছে সোমবার।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দায়ের মামলায় ওঠায় নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬’র এসএলএসটি নিয়োগ মামলা ঘিরে গত শুক্রবার 
কলকাতা হাইকোর্টে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের সামনে বিক্ষোভ দেখায় একাংশ। হেনস্তা করা হয় ফিরদৌস শামিম সহ আইনজীবীদের। তার প্রতিবাদেই এদিন শামিল হন আইনজীবীরা।  
সোমবার ঘটনার প্রতিবাদে দল বেঁধে আইনজীবীরা মিছিল করেছেন কলকাতা হাইকোর্টেই। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, ভয় দেখিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে বন্ধ করা যাবে না। 
এদিনই প্রতিবাদ হয়েছে জলপাইগুড়ি জেলা আদালতে। এআইএলইউ’র ডাকে যোগ দেন জলপাইগুড়ি জেলা আদালতের আইনজীবীরা। জেলা আদালতের গেটের সামনে মিছিল করে স্লোগান দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান আইনজীবীরা। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন আইনজীবী শঙ্কর দে, দীপক রায়, সমীর দাস, বিকাশ রায়, রাহুল হোড়,আল্পনা ওরাওঁ। এছাড়াও কংগ্রেস আইনজীবী সেলের নেতা নির্মল ঘোষ দস্তিদার সহ অন্যান্য আইনজীবীরা অংশ নেন। জেলা সম্পাদক শংকর দে বলেন নিজেদের দূর্নীতি ঢাকতে আইনজীবীদের ওপর পরিকল্পনা মাফিক হামলা করাচ্ছে শাসকদল। এর বিরুদ্ধে সমস্ত অংশের মানুষের এগিয়ে আসা প্রয়োজন। এধরনের ঘটনা গণতন্ত্রের লজ্জা।
গত শুক্রবার কলকাতা হাইকোর্টে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বা এসএলএসটি শিক্ষকদের সুপার নিউমেরারি পোস্টে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। দুর্নীতি সামনে আসায় এই নিয়োগে হাইকোর্টের স্থগিতাদের রয়েছে। 
এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আইনজীবীদের হেনস্তার ঘটনায় মামলা দায়ের করার অনুমতি দেন। 
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২এপ্রিল সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যায় ২০১৬’র সালের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ। বস্তুত সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও আদালতে যোগ্য-অযোগ্যের তালিকা দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। দুর্নীতি স্বীকারও করতে হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখা যায় বিকাশ ভট্টাচার্যকে নাম ধরে আক্রমণ করতে। দুর্নীতিকে দায়ী না করে চাকরি হারানোর জন্য আইনি লড়াইকেই দায়ী করেন তৃণমূল নেত্রী।

Comments :0

Login to leave a comment