Drowned

জলঢাকা নদীতে তলিয়ে গেল দু'জন

জেলা

Drowned


বর্ষার শুরুতেই অবিরাম বৃষ্টিতে ডুয়ার্সের সব নদী জলে টইটম্বুর। পাহাড়ি খরস্রোতা জলঢাকা নদী পার হতে গিয়ে তলিয়ে গেল দু'জন। বুধবারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লক ও ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদী তীরবর্তী এলাকায়। নিখোঁজ ব্যাক্তিদের নাম মজিবুল হক ও তুলেন রায়। মজিবুল রহমানের বাড়ি ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রামপঞ্চায়েতের কুর্শামারির এলাকায়। গাড়িয়ালটারি এলাকার বাসিন্দা তুলেন রায়।

নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, এদিন দু'জনে মিলে জলঢাকা নদী পার হয়ে মহিষ আনতে নদীর অপর প্রান্তে ময়নাগুড়ি ব্লকের বক্সিরডাঙ্গা এলাকায় যাচ্ছিলেন। সেই সময় আচমকা তারা জলঢাকা নদীতে তলিয়ে যায়। মজিবুল হকের ছেলে ফোনে তাদের তলিয়ে যাওয়ার কথা বাড়িতে জানায়। খবর পেয়ে তড়িঘড়ি এলাকার লোকজন জলঢাকা নদীর দুই প্রান্তে তল্লাশি শুরু করে। নদীর দুই প্রান্তে প্রায় কয়েক কিলোমিটার এলাকায় স্থানীয়রা নদীতে নেমেও তল্লাশি চালায় কিন্তু বিকেল পাঁচটা  পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।

ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ময়নাগুড়ি থানার পুলিশ। বিষয়টি নজরে রয়েছে ধূপগুড়ি থানার পুলিশেরও। পুলিশ সূত্রে খবর, সিভিল ডিফেন্স ও উদ্ধারকারী দলের সাহায্য নিয়ে তল্লাশি চালানো  শুরু  করা হয়।

 

Comments :0

Login to leave a comment