newborn rhino captured with mother in Ramsai

ডুয়ার্সে খুশির খবর, রামসাইয়ে মা গন্ডারের সঙ্গে ক্যামেরাবন্দি সদ্যজাত শাবক

রাজ্য

ঘন কুয়াশার মধ্যে রামসাইয়ের জঙ্গলে সদ্যোজাতকে নিয়ে মা গন্ডার

কৌশিক দাম

কুয়াশাচ্ছন্ন শীতের সকালে ডুয়ার্সের জঙ্গলে নতুন প্রাণের স্পন্দন। পর্যটন মরসুমের মাঝেই খুশির খবর শোনাল গরুমারা অভয়ারণ্য সংলগ্ন রামসাই। বন দপ্তর সূত্রে খবর, সম্প্রতি রামসাই ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় একটি মা গন্ডারের সঙ্গে দেখা মিলেছে তার সদ্যজাত শাবকের। বনকর্মীদের অনুমান, শাবকটির বয়স মাত্র ৫ থেকে ৭ দিন।
​বর্তমানে উত্তরের পাহাড় ও সমতলে পর্যটকদের উপচে পড়া ভিড়। সেই ভিড়ের মাঝেই গত কয়েকদিন ধরে রামসাগরের পাশে লবণের ঢিবি এলাকায় মা ও শাবককে ঘুরে বেড়াতে দেখছেন পর্যটকরা। বন দপ্তরের এক আধিকারিক জানান, মা গন্ডারটি খাবারের খোঁজে লোকালয়ের কাছাকাছি চলে আসায় পর্যটকরা নিরাপদ দূরত্ব বজায় রেখে এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ পান। মা ও শিশু—উভয়ই সুস্থ রয়েছে।

​গত ৫ অক্টোবরের বিধ্বংসী বন্যার জেরে বন্যপ্রাণীদের বাসস্থানের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই উদ্বেগ কাটিয়ে এই নতুন শাবকের আগমন বনকর্তাদের কাছে অত্যন্ত স্বস্তির। নতুন এই সদস্যের আগমনে একদিকে যেমন বন্যপ্রাণী প্রেমীরা আনন্দিত, অন্যদিকে তেমনই রামসাই তথা ডুয়ার্স পর্যটনেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বন দপ্তরের পক্ষ থেকে এলাকাটিতে কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে মা ও শাবকের বিচরণে কোনো বিঘ্ন না ঘটে।

Comments :0

Login to leave a comment