ফের ভয়াবহ আগুন শহরে। পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি। বৃহস্পতিবার বিকেলে হঠৎই আগুন লাগে কলকাতার গার্ডেনরিচ এলাকার পাহাড়পুর সংলগ্ন এক বস্তিতে। ঘটনা স্থলে এসেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। এলাকা ঘিঞ্জি হওয়ার করে দ্রুত ছড়িয়ে পরে আগুনের লেলিহান শিখা। গ্রাস করে একের পর এক ঝুপড়ি। প্রায় ১০০ টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে হয়েছে বলে অনুমান করা হচ্ছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। যদিও কিছু পকেট ফায়ার রয়েছে তা নেভাবোর কাজ চলছে।
কী ভাবে এই আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে উৎসবের মরসুমে হঠাৎই এই ভয়াবহ আগুনে প্রায় পথে বসেছে ১০০ টি পরিবার। সর্বস্য হারিয়েছেন পরিবারগুলি। ঠান্ডায় কী ভাবে থাকবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। আচমকা বস্তিতে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও।
Comments :0