Japan

জাপানে ছুরিকাঘাতে জখম ১৪ জন

আন্তর্জাতিক

জাপানের একটি কারখানায় ছুরিকাঘাতের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। হামলার সময় রাসায়নিক স্প্রে করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে যে টোকিওর পশ্চিমে শিজুওকা প্রিফেকচারের মিশিমা সিটিতে একটি রাবার কারখানায় এক ব্যক্তি ছুরি হাতে বেশ কয়েকজন শ্রমিকের উপর হামলা চালিয়েছে। মিশিমা সিটির দমকল বিভাগের একজন আধিকারিক তোমোহারা সুগিয়ামা বলেন, ‘‘জাপানের স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ একটি জরুরি কল আসে। যেখানে জানানো হয় যে 'পাঁচ বা ছয়জনকে ছুরিকাঘাত করা হয়েছে।' তিনি আরও বলেন যে ঘটনাস্থলে রাসায়নিক স্প্রে করা হয়েছে। জরুরি পরিষেবা করে ১৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’’
জাপানের সংবাদমাধ্যমের খবরে জানা গেছে কারখানা থেকে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এই মূহুর্তে আহতদের শারীরিক অবস্থা জানা যায়নি। জাপানে হিংসা অপরাধ বিরল, যেখানে হত্যার হার কম সেখানে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন রয়েছে। তবুও, ছুরিকাঘাত এবং গুলিবর্ষণের বিচ্ছিন্ন ঘটনা ঘটে। ২০২২ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাও রয়েছে। নারা শহরে নির্বাচনী ভাষণ দিচ্ছিলেন শিনজো আবে। সেই সময় তাঁকে লক্ষ্য করে দুটি গুলি চালায় আততায়ী। একটি গুলি লাগে আবের বুকে। আর একটি গলায়। তখনই মাটিতে লুটিয়ে পড়েন আবে। তাঁর মৃত্যু হয়। এদিন কারখানায় হত্যার চেষ্টার অভিযোগে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জাপানের সংবাদপত্র খবরে জানা গেছে যে সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি ছুরি ছিল এবং সে গ্যাস মাস্ক পরে ছিল।

Comments :0

Login to leave a comment