পুলিশের পক্ষ থেকে বিষবটির তদন্ত শুরু করা হয়েছে। এর পাশাপাশি জেলা শাসক দীনেশ কুমার রাই জেলার শিক্ষা দপ্তরের আধিকারিককে নির্দেশ দিয়েছে গোটা বিষয়টি তদন্ত করার জন্য। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে খাদ্যে বিষক্রিয়ার কারণে পড়ুয়ারা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
সূত্রের খবর সোমবার পড়ুয়ার ভাত, ডাল এবং সবজি দেওয়া হয় খাবারে। সেই খাবার খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন পড়ুয়ারা। অনেক পড়ুয়া জানান যে খাবার থেকে কেরোসিন তেলের গন্ধ পাওয়া যাচ্ছে। স্কুলের দাবি রান্না তাদের রান্না ঘরেই হয়েছে এবং নির্দিষ্ট ব্যাক্তিই রান্না করেছেন।
Comments :0